খাগড়াছড়িতে ৪৯ মণ্ডপে পূজা: কঠোর নিরাপত্তা

খাগড়াছড়িতে ৪৯ মণ্ডপে পূজা: কঠোর নিরাপত্তা
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৩৯:০০
খাগড়াছড়িতে ৪৯ মণ্ডপে পূজা: কঠোর নিরাপত্তা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় এবার ৪৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। আর এই উৎসবকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে স্থানীয় প্রশাসন পূজা মণ্ডপগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
 
খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী জানান, উৎসবকে ঘিরে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য মন্দিরে মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া জেলার সকল পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি। যাতে করে নিরাপত্তার বিষয় নিয়ে কোনো প্রশ্ন না উঠে।
 
 
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদত তরুণ কুমার ভট্টাচার্য্য জানান, জেলায় এবার ৪৪টি প্রতিমা পূজা, ৩টি স্থায়ী প্রতিমা পূজা ও ২টি ঘট পূজা হবে। জেলা সদরে হবে এবার সবচেয়ে বেশি পূজা। সদর উপজেলায় পূজার সংখ্যা ১৬টি।
 
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে। আশাকরি শান্তিপূর্ণভাবেই উৎসবটি পালন করতে পারবো।
 
বিবার্তা/বিপ্লব/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com