‘সাহস করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই’

‘সাহস করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই’
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৭:০৭
‘সাহস করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই’
মুস্তাফিজুর রহমান নাহিদ
প্রিন্ট অ-অ+
আমিনুল ইসলাম আকাশ। টিভি দর্শকদের পরিচিত মুখ। করেছেন পরিচালনাও। বর্তমানে ব্যবসা আর অভিনয় নিয়ে মেতে আছেন। বিবার্তা২৪.নেট-এর সঙ্গে তিনি কথা বলেছেন বর্তমান দিনকাল ও ভবিষ্যত নিয়ে। পাঠকদের জন্য তার কিছু অংশ:
 
বিবার্তা : কেমন আছেন?
 
আকাশ : খুব ভালো নেই ভাই। ইদানিং বেশি বিজি থাকি ব্যবসা নিয়ে। আর মন পড়ে থাকে অভিনয়ে। কেমন করে  ভালো থাকি বলেন? যেখানের মানুষ সেখানে না থাকলে ভালো লাগে না।
 
বিবার্তা : অভিনয়ের কী খবর। একবারেই কি করছেন না?
 
আকাশ : না না আমি অভিনয়ের মানুষ, এটা ছাড়া থাকতে পারব না। তবে সময়ের অভাবে কাজ কম করা হচ্ছে। কিছুদিন আগে সুফিয়ান ভাইয়ের একটি কাজ করলাম। আর একটা ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। আসলে ব্যবসার কারণে সময় বের করতে পারি না। তাড়াতাড়ি আবার নিয়মিত হবো ভাবছি।
 
বিবার্তা : অনেক দিন ধরে অভিনয় করছেন, শুরুটা কীভাবে হয়েছিলো গল্পটা যদি বলেন?
 
আকাশ : তেমন কোনো গল্প নেই। আমি আসলে সহকারী পরিচালক ছিলাম। অঙ্কুশ নামে এক নাটকে ঘটকের একটা চরিত্র ছিল। চরিত্রটি কে করবে তা ঠিক করতে পারছিলেন না আবু সুফিয়ান ভাই। পরে আমাকে বললেন। সাহস করে দাঁড়িয়ে গেলাম ক্যামেরার সামনে। এভাবেই শুরু।
 
বিবার্তা : আপনাকে বেশি বেশি ধারাবাহিকে দেখা যায়। এর বিশেষ কোনো কারণ আছে কি?
 
আকাশ : আমাকে শুধু ধারাবাহিকে দেখা যায় এমন ধারণা ভুল। এক ঘণ্টার কাজও অনেক করেছি। তবে ধারাবাহিকে কাজ করতে বেশি ভালো লাগে। চরিত্রের ভেতরে ঢোকার সুযোগ পাওয়া যায়।
 
বিবার্তা :  অনেক নাটকের মধ্যে থেকে যদি উল্লেখযোগ্য কিছু নাটকের নাম জানতে চাই তাহলে কোন নামগুলো বলবেন?
‘সাহস করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই’
 
আকাশ : এটা বলা মুশকিল। আমি মনে করি সব কাজই আমার কাছে উল্লেখযোগ্য। তবে আলাদা করে বলতে গেলে ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, ‘শেয়ারবাজার ডটকম’, ‘শেষ রাতের তারা’, ‘মৌচাকে ঢিল’ ইত্যাদি।
 
বিবার্তা : অভিনয় আর ব্যবসা নিয়েই তো আছেন, অবসর পেলে কী করেন?
 
আকাশ : যান্ত্রিক জীবনে আর অবসর... (হাসি)। সময় পেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। আর ঘুরতে ভালো লাগে।
 
বিবার্তা : অভিনয় জীবনে এমন চরিত্র আছে যে চরিত্রের কথা বারবার মনে হয়?
 
আকাশ : (একটু ভেবে) ঠিক মনে পড়ছে না। তবে শেয়ারবাজার ডটকমের লিটন চরিত্র ভুলতে পারি না। নাটকটি প্রচারের পর সবাই আমাকে লিটন বলেই ডাকত।
 
বিবার্তা : ভবিষ্যত পরিকল্পনা কী, বড় পর্দায় দেখা যাবে তো?
 
আকাশ : আশা করি এই ছোট মুখটা একদিন হলেও বড় পর্দায় দেখা যাবে। হা..হা..হা। 
 
বিবার্তা/নাহিদ/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com