সময় বেড়েছে বইমেলার

সময় বেড়েছে বইমেলার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৫৪:৪৮
সময় বেড়েছে বইমেলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
ফাগুনের বfসন্তি হাওয়ার মাঝে হঠাতই বেরসিক ঝড়-বৃষ্টি অনেকটা ক্ষতি  করে দিল এবারের বই মেলার প্রকাশকদের। ‍বৃষ্টিতে ভিজে গেছে অনেক গুলো বই। পরে সেগুলো কিছু রোদে শুকানো গেছে আবার কিছু এখনো শুকায়নি।
 
যার কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রকাশকদের দাবির পর বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি।
 
তবে আলোচনা ছাড়াই আয়োজকদের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে প্রকাশকরা বলেছেন, প্রতিদিন মেলার শুরুতে না করে শেষে সময় বাড়াতে বলেছিলেন তারা।
 
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় খুলবে মেলার ফটক, চলবে আগের মতো রাত ৮টা পর্যন্ত।
 
বাকি দিনগুলোতে নির্ধারিত সময় বেলা ৩টার এক ঘণ্টা আগে বেলা ২টায় শুরু হবে মেলা; চলবে রাত ৮টা পর্যন্ত।
 
মেলায় শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিশু প্রহর থাকবে।
 
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বৃহস্পতিবার নতুন এই সময়সূচির কথা জানান।
 
জালাল বলেন, “মেলা, বৃষ্টি এবং প্রকাশকদের দাবি- ইত্যাদি সবকিছু মিলিয়ে আমরা প্রতিদিনের এই সময়সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছি।”
 
বাংলা একাডেমির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়খ বলেন, “আমাদের দাবি ছিল মেলা নির্ধারিত সময়ে খুলে রাত ৯টায় শেষ হওয়ার। কিন্তু আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই একাডেমি সিদ্ধান্ত নিয়েছে।”
 
সমিতির জরুরি সভা থেকে শুক্রবার বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলেও জানান তিনি।
 
বিবার্তা//দ্বীপ//মাজহার
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com