মাসুদ আল মামুনের দুটি কবিতা

মাসুদ আল মামুনের দুটি কবিতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৬, ১৫:৫৮:০৬
মাসুদ আল মামুনের দুটি কবিতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
১. জলচক্রের জীবন
 
জলের ধর্ম জানো, জলের?
জল শুধু জলে মিশতে চায়
আজীবন জল, আজীবন____
নদী বেয়ে সাগরপানে ধায়
 
আমি নদীমুখী জল, আমি
তুমি স্রোতস্বিনী কোন দিকে ধাও
কে তোমায় টইটুম্বুর করে, কে____
জলকল্লোলে কার গান গাও?
 
সমুদ্র মানে কী, সমুদ্র?
সমুদ্র মানে জলের অমরাবতী
চাঁদের ছোঁয়ায় আকুল, চাঁদের____
সূর্যে পুড়ে পায় বাষ্পীয় অনুভূতি 
 
 
২. জীবনের শান্তি চুক্তি
 
জাগাতে পারা কখনও কখনও মহারণ
ভিতরে বাহিরে যুদ্ধ
নীরবচারী পায় না টের; জানে, যার সর্বনাশ
যে উৎপাটিত মূলসুদ্ধ
 
নিদারুণ অবজ্ঞেয় জেনেও সে উঠোনে দাঁড়িয়ে
ভিখারির মত হাত বাড়ায় 
তার নরম ঘাসের ন্যায় মন আর পর্ণমোচী বন
অবজ্ঞার দাবানলে পুড়ে যায়
 
বিধ্বস্ত শরীরে মুমূর্ষুকে হেঁটে যেতে দেখছি আজ
মুঠোতে হৃদয় ছিলো বন্ধি
একতাড়া কাগজ আর দোয়াত কলম নিয়ে এসে
লিখছে যুদ্ধাবসান সন্ধি 
 
কী লিখেছে সাড়ে সাতশো পাতার দলিলে? প্রথমপৃষ্ঠায়
পক্ষদ্বয় আর সাক্ষীছয়ের নাম
শেষ পৃষ্ঠায় আঁকা শান্তির পতাকা____নিচে লেখা
“আজ থেকে অবসান হলো তোমাকে চাওয়ার সংগ্রাম”
 
বাকি পৃষ্ঠায় কী লিখেছে জানতে ইচ্ছে হলো খুব
সাড়ে সাতশো পৃষ্ঠাজুড়ে একটাই শব্দ____
_____   “নিশ্চুপ”
 
 
বিবার্তা/মামুন/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com