মঠবাড়িয়ায় মমিন মাস্টার সাহিত্য পরিষদ গঠন

মঠবাড়িয়ায় মমিন মাস্টার সাহিত্য পরিষদ গঠন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৬, ১৮:২৫:৫৮
মঠবাড়িয়ায় মমিন মাস্টার সাহিত্য পরিষদ গঠন
এস এম আকাশ, মঠবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
মঠবাড়িয়ার আগুলকাটা গ্রামের প্রয়াত স্বভাব কবি মমিন উদ্দিন মাস্টারের স্মৃতি সুরক্ষার লক্ষে সম্প্রতি গঠিত হয়েছে ‘আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ’। মঠবাড়িয়ার সাহিত্যপ্রেমী কতিপয় সমাজ সচেতন তরুণ মিলে এ সংগঠনটি গড়ে তুলেছেন। ‘আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ’- এর প্রথম সাহিত্য আড্ডা শনিবার মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এ সাহিত্য আড্ডায় নব গঠিত সংগঠনের উদ্যোক্তারাসহ সাহিত্যমনা একঝাক তরুণ অংশ নেন।
 
প্রথম আড্ডায় আলোচনার বিষয়বস্তু ছিল “দেশ প্রেম”। উদ্যোক্তা তরুণরা জানান, মঠবাড়িয়ায় তারুণ্যের স্বভাব কবি খ্যাত শ্রদ্ধেয় কবি ও শিক্ষক মরহুম মমিন উদ্দিন মাষ্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তাঁর সম্মানে এই সাহিত্য পরিষদের যাত্রা শুরু হল। এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার এই সংগঠনের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে।
 
বিষয় ভিত্তিক প্রতিটি আড্ডায় সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয় নিয়ে আলোচনা- পর্যালোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংগঠনটি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্যোগ নেবে। আলোচক ইঞ্জিনিয়ার বলরাম বলেন, প্রতিটি মানুষের মাঝে দেশপ্রেম অবশ্যই থাকা প্রয়োজন তবে তা যেন কিছুতেই উগ্র দেশপ্রেমে পরিণত না হয়। 
 
মো. রাসেল সবুজ এর মতে, যার দায়িত্ব সে সঠিক ভাবে পালন করাই হলো সব চেয়ে বড় দেশ প্রেম। এছাড়া জাহিদুল ওলি, তারেক রহমান, আমিন রোমান, মেহেদী হাসান বাবু ফরাজী, মেহেদী হাসানসহ আরও অনেকে তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আড্ডাকে সফল করেন। আগামি আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে ” সাহিত্যিক আব্দুল মমিন মাষ্টার এবং তার সাহিত্যকর্ম ”। সাহিত্য ও সংস্কৃতিমনা যে কেউ এই আড্ডায় অংশগ্রহণ করতে পারবেন।
 
বিবার্তা/আকাশ/মহসিন
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com