সময়ের ছায়ায়

সময়ের ছায়ায়
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৬, ১৩:১৭:১১
সময়ের ছায়ায়
মো. আব্দুল আউয়াল
প্রিন্ট অ-অ+
অযত্নে বেড়ে ওঠা গাছের মত,
কিম্বা অপুষ্ট মূল্যবোধের মাঝে বেঁচে থাকা প্রানের
ভীত স্পন্দনের মত
 
একটা বিকট চিৎকারের পর চুপ করে থাকার মত
         অদ্ভুত সময়টুকু পেরিয়ে ---
হেঁটে হেঁটে থেমে যাই মন।
 
         তখন পাখির ডানায় রোদের গন্ধ  মেখে
        রাতের অন্ধকারে শিশিরের জলে 
        ভিজিয়ে মন
        প্রেমের শিহরণে কেঁপে উঠি।
 
       কত অগণন হেরে যাওয়া      সময়ের পাহারায়--
       আর এক অস্থির ছিন্নভিন্ন সময়
       আমাকে ডেকে নেয়,
      এমনি এক সময়ের ছায়ায় আমরা
         বেড়ে উঠে মরে যাই।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com