মা দিবসের দু’টি কবিতা

মা দিবসের দু’টি কবিতা
প্রকাশ : ০৭ মে ২০১৬, ২১:৫৫:৫০
মা দিবসের দু’টি কবিতা
মুরসালিন নোমানী
প্রিন্ট অ-অ+
১.
মমতাময়ী মা আমার -
তোমায় বিনে চিন্তা যেন
হয়না যেন কভু
এই মিনতি তোমার কাছে প্রভু।
মা আছে তাই 
বুঝি না ভাই
মা হারানোর ব্যথা,
যার গেছে ভাই
সে বোঝে তাই 
মা না থাকার ব্যথা।
 
মাকে তুমি সুস্থ রেখ
এই করি ভাই দোয়া
সৃষ্টিকর্তার কাছে।
মা দিবসের দু’টি কবিতা
২.
ছোট্ট শব্দ- ‘মা'
শাব্দিক কী বিশাল পরিধি ! 
সৃষ্টির সেই লগ্ন থেকে 
তোমা অনুগ্রহ বিনে
প্রাণ প্রস্ফুটিত নয়।
 
মায়ের মধুর ডাক 
‘বাজান’- বাড়ি আসবি কবে?
বলি- এইতো আসছি মা!
তোমার কাছ থেকে
কচুরশাক ও পাকান পিঠে খাব।
 
তোমার মধুর ডাক প্রতিদিন 
এখন শুনি যখন মোবাইলে
তখনই মনে হয় চলে যাই
মায়ের স্নেহ-মমতা তলে নিজভূমে।
 
হায়রে শহর ঢাকা, কর্মব্যস্ততা
দিস না যেতে মায়ের কাছে!
ব্যথাতুর কষ্টে মুষড়ে ওঠে বুক
গর্ভধারিনী, মা জননী ক্ষমা করো৷
 
মুরসালিন নোমানী, সিনিয়র রিপোর্টার, বাসস
৭ মে ২০১৬, রাত ০৯টা
 
বিবার্তা/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com