সাইফ সিরাজের তিনটি কবিতা

সাইফ সিরাজের তিনটি কবিতা
প্রকাশ : ১১ মে ২০১৬, ০৮:৪৮:০৫
সাইফ সিরাজের তিনটি কবিতা
সাইফ সিরাজ
প্রিন্ট অ-অ+
আমিত্বহীন
 
সন্ধ্যা নামার পথে রুখে দাঁড়াও রোদ। বিরাট অন্ধকার নিয়ে
নির্বিকার বসে থাকার সুখ আরও কিছুক্ষণ ভোগ করতে দাও।
প্রত্যক্ষ অন্ধকার নেমে এলে রোদ-চশমাটার বিরহ ফিল করি
ফ্যাকাশে হয়ে যায় চোখের সানশেডে আটক রঙিন ভবিষ্যৎ
 
দিগন্তহীন পথের পীচে রোদের মরিচিকা আনে জলজ রেপ্লিকা
সেখানেই বুঁদ হতে চাই। রুখে দাও রোদ নতুন রাতের সাহস
তুমি আলো। শক্তির উৎসপথ জীবনের, সময়ের এবং পৃথিবীর 
তোমার চোখে অসহায় রাতেরা ভিক্ষার চালে নিজেকে বাঁচায়
চাইলেই প্রেমিক থেকে গোলাম হবো। আর হবো আমিত্বহীন...
 
 
মনোসেক্স কই কিংবা ডায়েট কন্ট্রোল
 
পুকুরের পাড়ে সুস্থতার অজুহাতে মানুষ হাঁটে
প্রাতভ্রমণের নয়া কাজে উৎসব জমে বিরাট
সংগঠন হয়েছে। পিকনিক হয়েছে দেদারসে
ঘামে ভেজা ভেজা শীতের দেহে আভিজাত্য
জ্যাকেট কারও কোমরে বাধা হেব্বি স্টাইলে।
 
পুকুরটাকে লিজে পেয়েছে 'প্রাতভ্রমণ কাফেলা'
প্রতিদিন ভোরে মনোসেক্স কইয়ের যত্নেও দেখি
ব্যায়ামের কসরতে কাফেলার অফিসার অবঃ
কৃষি কর্মকর্তা হাইব্রিড লাউ আর কুমড়ো আনে
পুকুরপাড়ে অপার সবুজ; চোখে আনন্দ সবার।
 
ডায়েট কন্ট্রোলের ক্যাম্পেইনে সরব উপস্থিতি
মুগ্ধ শ্রোতারা কোরাস করে খাদ্য সংকোচনের
মনোসেক্স কই, হাইব্রিড লাও কথা বলে ওঠে!
"ডায়েট কন্ট্রোলের আগে লোভ সংকোচন করো-
আমাদের অকালে অলীক বাড়িয়ে সুস্থতা চাও? 
কিছুটা অসুখ তোমাদের দেবো সে তো নিশ্চিত!"
 
 
সিনেমা
 
বরই গাছে স্বর্ণলতা বরই গাছ খায়
দূরে থেকে দুর্বা ঘাসে দু'চোখ পাকায়।
 
রঙের খেলায় স্বর্ণলতা প্রেমিক ডাকে
সুযোগে সে প্রেমিকারে আটখোর রাখে।
 
দয়ার গুণে আসন পেলে জায়গা মাপে
সময়মত জায়গা দাতা কান্দে সন্তাপে।
 
বরই গাছে স্বর্ণলতা বরই গাছ খায়
বরই গাছে স্বর্ণলতা কারা লাগায়?
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com