ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজ (সোমবার) দ্বিতীয় দিন জয় পেয়েছে বাংলাভিশন, আজকের পত্রিকা, জনকণ্ঠ, বিডিনিউজ ২৪ ও নয়া দিগন্ত।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাভিশন ৫৭ রানে দ্য রিপোর্ট ২৪-কে পরাজিত করে। ম্যাচ সেরা হন বাংলাভিশনের সারোয়ার। দ্বিতীয় ম্যাচে আজকের পত্রিকা ৫ উইকেটে নিউ নেশনকে হারায়। আজকের পত্রিকার জুয়েল ম্যান অব দ্য ম্যাচ হন।
দিনের তৃতীয় ম্যাচে জনকণ্ঠের কাছে ৩৪ রানে হেরেছে বাংলা ট্রিবিউন। ম্যাচ সেরা হন জনকণ্ঠের মিথুন। অন্য ম্যাচে যুগান্তরকে ৩৪ রানে হারিয়েছে বিডি নিউজ ২৪। ম্যান অব দ্য ম্যাচ হন বিডি নিউজের কামাল।
দিনের শেষ ম্যাচে সংগ্রামকে ৩ উইকেটে হারায় নয়া দিগন্ত। প্রধান অতিথি হিসেবে ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী প্রমুখ।
আগামীকালের (মঙ্গলবার) খেলা
সকাল ৯:৩০ ইন্ডিপেন্ডেন্ট টিভি বনাম বাংলা মেইল, এবং মানবকন্ঠ বনাম ইউএনবি
সকাল ১০:৩০ ডেইলি ষ্টার বনাম রেডিও টুডে, এবং প্রথম আলো বনাম যায়যায়দিন
সকাল ১১:৩০ ডেইলি অবজারভার বনাম বিডি নিউজ, এবং সমকাল বনাম বাসস
বিবার্তা/এমহোসেন