সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, সমকাল, আজকের পত্রিকা গ্রুপ ফাইনালে

সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, সমকাল, আজকের পত্রিকা গ্রুপ ফাইনালে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৫, ১৮:৩৬:৫৭
সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, 
সমকাল, আজকের পত্রিকা গ্রুপ ফাইনালে
বিবার্তা প্রতিবেদক :
প্রিন্ট অ-অ+
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজ (বুধবার) চতুর্থ দিনে জয় পেয়েছে সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, সমকাল ও আজকের পত্রিকা।
সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, 
সমকাল, আজকের পত্রিকা গ্রুপ ফাইনালে
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সকালের খবর ২ উইকেটে এনটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হন সকালের খবরের রেজা করিম। 
 
দ্বিতীয় ম্যাচে আরটিভি ৫ উইকেটে জনকন্ঠকে হারায়। আরটিভির রাজিব খান ম্যান অব দ্য ম্যাচ হন। 
 
দিনের তৃতীয় ম্যাচে বাংলাভিশনের কাছে ৬১ রানে হেরেছে ডেইলি ষ্টার। ম্যাচ সেরা হন বাংলাভিশনের মাহফুজুর রহমান।
সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, 
সমকাল, আজকের পত্রিকা গ্রুপ ফাইনালে
চতুর্থ ম্যাচে নয়াদিগন্তকে ৩ উইকেটে হারিয়েছে মানবকন্ঠ। ম্যান অব দ্য ম্যাচ হন মানবকন্ঠের মাহফুজুল ইসলাম। 
 
পঞ্চম ম্যাচে সমকাল ৬৫ রানে কালবেলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হন সমকালের শরিফুল ইসলাম।
 
দিনের শেষ ম্যাচে যায়যায়দিনকে ৩ উইকেটে হারিয়েছে আজকের পত্রিকা। ম্যান অব দ্য ম্যাচ হন আজকের পত্রিকার কবিরুল ইসলাম। ম্যাচ শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া।
 
আগামীকালের (বৃহস্পতিবার) খেলা
 
সকাল ৯:০০ ইনকিলাব বনাম সকালের খবর এবং আরটিভি বনাম আলোকিত বাংলাদেশ  
       
সকাল ১০:০০ চ্যানেল ২৪ বনাম অবজারভার এবং গাজী টিভি বনাম বাংলাভিশন
        
সকাল ১১:০০ মাছরাঙ্গা টিভি বনাম আজকের পত্রিকা  এবং চ্যানেল আই বনাম মানবকন্ঠ
 
দুপুর ১২:০০ যমুনা টিভি বনাম বাংলা মেইল এবং ইত্তেফাক বনাম সমকাল
 
 
বিবার্তা/মহসিন 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com