বেবি মওদুদের মৃত্যুবার্ষিকী আজ

বেবি মওদুদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৬, ০৫:৫৯:৩৫
বেবি মওদুদের মৃত্যুবার্ষিকী আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের দ্বিতীয়  মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৫ জুলাই)। ২০১৪ সালের এদিনে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন।
 
দিবসটি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন সকালে বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করবেন। পরে আসরের নামাজের পর ধানমন্ডিস্থ বাসভবনে (রোড নং -১০/এ , বাড়ি -১৪৫ ) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
 
বেবী মওদুদ (আ না মাহফুজা খাতুন) ১৯৪৮ সালের ২৩ জুন ভারতের পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ করেন। বগুড়া, ফরিদপুর, রাওয়ালপিন্ডির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা শেষে তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স এবং ১৯৭১ সালে একই বিষয়ে এমএ পাস করেন।
 
কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক, চিত্রালী এবং মুক্তকণ্ঠে সাংবাদিকতা করেন। ১৯৯৮ থেকে ৯৯ সাল পর্যন্ত তিনি সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবছরই তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসাবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমে সামাজিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
 
বিভিন্ন বিষয়ে লেখা বেবী মওদুদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮টি। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- দুঃখ কষ্ট ভালোবাসা, পাকিস্তানে বাংলাদেশের নারী পাচার, নারীর ভুবন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, বাংলাদেশের নারী, শেখ মুজিবের ছেলেবেলা, পুটুর জন্য ছড়া ও কবিতা ইত্যাদি
 
বিবার্তা/ডিডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com