দেশের স্বার্থে বুদ্ধিমান মানুষগুলোকে সামনে আসার সুযোগ দিন

দেশের স্বার্থে বুদ্ধিমান মানুষগুলোকে সামনে আসার সুযোগ দিন
প্রকাশ : ২২ জুলাই ২০১৬, ১৩:৩৯:৪৪
দেশের স্বার্থে বুদ্ধিমান মানুষগুলোকে সামনে আসার সুযোগ দিন
আফরিন নুসরাত
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ক্ষেত্রে ‘জঙ্গীবাদবিষয়টি সম্পূর্ন নতুন এক ধরনের কনসেপ্ট বা ধারনা, যা ইতিপূর্বে এভাবে দেখা যায়নি। যেকোনো উদ্যোগের একটি সুনির্দিষ্ট কনসেপ্ট থাকে। সেই কনসেপ্টের ধারা অনুযায়ী তার বাস্তবায়ন হয়ে থাকে। বাংলাদেশে জঙ্গীবাদের যে উত্থান, তাও মূলত একটি কনসেপ্ট। এই কনসেপ্টের ব্যাপারে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনসাধারনের মনে সুস্পষ্ট কোন চিন্তাচেতনা, বোধগম্যতা বা সম্যক জ্ঞান তৈরি হয়েছে বলে আমার মনে হয়না।

সাম্প্রতিককালে গুলশান-২ ও শোলাকিয়ায় ঘটে যাওয়া দুই দুইটি বড় জঙ্গী ঘটনায় আপামর বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে গেছে। সেই থেকে সরকার এবং নিরাপত্তাবাহিনীর কর্মতৎপরতা বিভিন্নভাবে শুরু হয়েছে, যা প্রতিদিনই কোন না কোনভাবে মিডিয়ার শিরোনাম হচ্ছে। সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোর বিবিধ উদ্যোগের মধ্যে সভা-সমাবেশ, দেশব্যাপী বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন করার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নেতানেত্রী, মন্ত্রীর বক্তৃতা তো আছেই!

নিবরাস নামটি এখন প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরছে। নিবরাস কে একটু বিশ্লেষন করলে আমরা দেখতে পাই যে, সে স্বচ্ছল পরিবারের উচ্চ শিক্ষিত একজন ছেলে। এই ছেলের মেলামেশা লেভেলটাও নিশ্চয়ই ছিল এমন সব মানুষদের সাথে যারা স্বচ্ছল, উচ্চশিক্ষিত এবং মার্জিত। তারা ইংরেজিতে পারদর্শি, দামি রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত শ্রেনীর বাসিন্দা। আর আমাদের দিকের বাস্তবতা হলো, আমাদের চারপাশে যারা রয়েছেন, যারা সভা-সেমিনার করে হ্যান কারেঙ্গা-ত্যান কারেঙ্গা বলে বলে মুখে ফেনাই শুধু তুলছেন। অথচ তারা এই নিবরাস শ্রেনীর মানুষদের সাথে ঠিক মতন কথা বলতে পারবেন কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

একটা ব্যাপারে এখানে স্পষ্ট যে, যারা এদের ব্রেন ওয়াশ করে বিপথগামী করছে, তাঁরা দেশেরই উচ্চশিক্ষিত, স্বচ্ছল এবং মার্জিত শ্রেনীভুক্ত একটা নেটওয়ার্ক। এদের বিছানো মাস্টার প্লানের জাল অত্যন্ত সুবিস্তৃত এবং যথেষ্ট সুচিন্তিত। সুতরাং এদের প্রতিহত করার জন্য আমাদেরও এমন সব মানুষ দরকার যারা এদের উচ্চতায় গিয়ে সমানে সমানে খেলতে বা লড়তে পারবে। এদের মাস্টার প্ল্যানগুলো ধরতে পারার মত ‘মাস্টার’ছেলেমেয়েদেরই আমাদের প্রয়োজন।

আমার ধারণা, শুধু সভা-সমাবেশ আর কমিটি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবেনা! এর পাশাপাশি দরকার কিছু উর্বর মস্তিস্কের চিন্তাশীল মানুষ, যাদের এ ব্যাপারে যথেষ্ট ডেডিকেশন, গবেষনা এবং সুস্পষ্ট চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি তাঁদের কোয়ালিটির ব্যাপারেও রয়েছে সন্দেহাতীতভাবে সর্বজনের সমর্থন। এই মানুষগুলোর কথাবার্তা, মেধা ও মননে, পোশাক-পরিচ্ছদে, চলাফেরায় রয়েছে এমন এক ধরনের ক্যারিশমেটিক ম্যাজিক, যা ১০টা ছেলেমেয়েকে উদ্বুদ্ধ করে, আকর্ষন করে। এমন মানুষগুলোকে সামনে আনুন, যাদের যোগ্যতা আছে অন্য যেকোন মানুষের সাথে মিশে যাওয়ার। দর্শনগত মাস্টারমাইন্ডেড সেই সব মানুষেরাই জঙ্গিবাদ নির্মুল করতে পারবে; দিতে পারবে সুস্পষ্ট পথের নির্দেশনা। তাঁরাই বিপথগামী ছেলেমেয়েদের ফিরিয়ে এনে সঠিক ট্র্যাকে চালিত করতে পারবে।

আমাদের ভুলে গেলে চলবে না যে, যারা আমাদের কোমলমতি ছেলেমেয়েদের ব্রেন ওয়াশ করে দুর্ধর্ষ জঙ্গিতে রূপান্তরিত করছে, তারা নিঃসন্দেহে টপ লেভেলের সুচতুর বা বুদ্ধিমান কিছু মানুষ। তাঁদের কোন ভাবেই আন্ডার এস্টিমেট করা ঠিক হবেনা। তাদের সাথে টেক্কা দিতে ওই লেভেলের মানুষই আমাদের দরকার।

আমাদের মনে রাখা উচিত যে, It is a brain game, not a blame game। তাই দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষার জন্য গ্রুপিং না করে সর্বক্ষেত্রে ডেডিকেটেড উর্বর মস্তিস্কের বুদ্ধিমান মানুষগুলোকে সামনে আসার সুযোগ করে দিন।

অথচ বাংলাদেশে এখন যা হচ্ছে, তা দেখে শুধু একটা কথাই মনে হয়, আমাদের দেশে হয়ত উর্বর মস্তিস্কের চিন্তাশীল, ডেডিকেটেড মানুষের প্রচন্ড অভাব। একারনে অ্যান্থনি মাসকারহাসেনের একটি কথা আজ খুব অর্থবহ মনে হয়- "when you play with gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise you will lose"

 

লেখক: সাবেক ছাত্রনেতা

 

বিবার্তা/মৌসুমী

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com