মিষ্টি খাওয়ার ইচ্ছা কখন জাগে?

মিষ্টি খাওয়ার ইচ্ছা কখন জাগে?
প্রকাশ : ১৭ মার্চ ২০১৬, ০৬:৫৪:৩৫
মিষ্টি খাওয়ার ইচ্ছা কখন জাগে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দুপুরে বা রাতে খাওয়ার পর কি আপনার একটা রসগোল্লা খেতে খুব ইচ্ছা হয়? বা কাঁচাগোল্লা দেখে আর লোভ সামলাতে পারেন না? ডায়েটে থাকা সত্ত্বেও না খেয়ে থাকতে পারেন না একটা জল ভরা সন্দেশ?
 
জানেন কি, কেন এমনটা হয়? কেন ‘মিল’ খাওয়ার পর এই ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে? এটা অনেক সময় ‘ফিজিক্যাল ইমব্যালেন্স’-এর জন্য হয়ে থাকে। তবে শুধু তাই নয়, রয়েছে আরও অনেক কারণ-চলুন, জানা যাক সেসব কারণ-
 
১। সাধারণত আমাদের খাবার নোনতা থাকে। তাই সেই নোনতা খাবারের পর বার বারই আমরা কিছু ‘মিষ্টি’ খাওয়ার জন্য উসখুশ করতে থাকি।
 
২। আমাদের দুপুর বা রাতের খাবারে সাধারণত কিছু কার্বোহাইড্রেট থাকে। যা রক্তে ইনস্যুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে আরও কার্বোহাইড্রেট খাওয়ার ইচ্ছা হয়। আর যত ক্ষণ না পর্যন্ত একটা প্রমাণ সাইজের কালো জাম মুখের মধ্যে ফেলছেন, তত ক্ষণ শান্তি পান না।
 
৩। যদি অফিসে বেরোতে আপনার দেরি হয়ে যায় বা কোনও কারণে যদি খুব তাড়ায় থাকেন, তাহলে হয়তো খাবার ভাল করে না চিবিয়েই আপনি খেয়ে নেন। জানেন কি, এই কারণেও মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে আপনার মনে? কারণ, আপনার পৌষ্টিকতন্ত্রের এনজাইম আরও কিছু খাদ্য চায় পাচন করার জন্য আর যত ক্ষণ তা না পায় তত ক্ষণ আপনি তৃপ্তির সেই আরমটা অনুভব করেন না।
 
৪। খাওয়ার পর মিষ্টি না খেলে কি সেই ম্যাজিকটা অনুভব করেন না? তার আরও একটা কারণ হল ডি-হাইড্রেশন। খাওয়ার পর নিশ্চয় খুব জল তেষ্টা পায় আপনার? কিন্তু বদহজম হওয়ার ফলে খেতে চান না? তা হলে জেনে রাখুন, এইটাও একটা কারণ যা আপনাকে মিষ্টির হাঁড়ির দিকে নিয়ে যায়। আর সেই ম্যাজিকটা পাওয়ার জন্য অচিরেই এক বা একাধিক মিষ্টি চালান হয়ে যায় আপনার মুখের ভেতর! সূত্র : আনন্দবাজার।
 
বিবার্তা/এম হায়দার
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com