‘জঙ্গি বিষয়ে বেফাস কথা কাম্য নয়’

‘জঙ্গি বিষয়ে বেফাস কথা কাম্য নয়’
প্রকাশ : ২৩ জুলাই ২০১৬, ১৮:২২:৩০
‘জঙ্গি বিষয়ে বেফাস কথা কাম্য নয়’
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
অর্থনীতিবিদ ও সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, জঙ্গি হামলার প্রশিক্ষণ, অর্থায়ন ও ইসলামের অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে বিপথগামী করা হচ্ছে। 
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও বিপথগামী তারুণ্য: প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
কাজী খলীকুজ্জমান বলেন, জঙ্গি বিষয়ে বেফাস কথা কাম্য নয়। জঙ্গি হামলার ঘটনা ঘটার পর সরকার দলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে বেফাস কথাবার্তা বলে। তাদের মুখে বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য কাম্য নয়। 
 
তিনি বলেন, যাদের যে দায়িত্ব নয় তাদেরও বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য রাখতে শোনা যায়। এটা কাম্য নয়। এক্ষেত্রে সমন্বয় প্রয়োজন।
 
কাজী খলীকুজ্জমান বলেন, বাংলাদেশে এ যাবত সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড দেশীয় জঙ্গিরা ঘটিয়েছে। দেশে জেএমবি ও হিজবুত তাহরির মতো সংগঠন নিষিদ্ধ হলেও এখনো তৎপর রয়েছে।
 
তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকাশক্তি ও জঙ্গি সংশ্লিষ্টতা ঘটছে কিনা সে দিকে দৃষ্টি দিতে আহ্বান জানান ।
 
মতবিনিময় সভায় সংগঠনের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খালিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক একেএম নুরুন নবী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/বিপ্লব/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com