বাংলাদেশের ইসমাত জাহান ইইউতে ওআইসির দূত

বাংলাদেশের ইসমাত জাহান ইইউতে ওআইসির দূত
প্রকাশ : ২৭ জুলাই ২০১৬, ১৮:৩৯:০১
বাংলাদেশের ইসমাত জাহান ইইউতে ওআইসির দূত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
ইউরোপীয় ইউনিয়ন সদরদপ্তরে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের ইসমাত জাহান।
 
এই কূটনীতিক বুধবার ব্রাসেলস থেকে গণমাধ্যমকে জানান, ৫৭ জাতির জোট ওআইসির স্থায়ী পর্যবেক্ষক মিশনে দায়িত্ব পালনের জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ছুটি (লিয়েন) নিয়েছেন। 
 
বিসিএস-১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি সরকার তাকে যুক্তরাজ্যের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
 
ইসমাত জাহান বলেন, ওআইসির মহাসচিব অনেক দিন ধরেই আমাকে দায়িত্বটা দিতে চাইছিলেন। এবার আমি আর তাকে ‘না’ করতে পারিনি। আমি দীর্ঘদিন দেশের হয়ে কাজ করেছি। এখন ছুটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করতে চাই।
 
প্রথম বাংলাদেশি হিসেবে আগামী চার বছর ওই দায়িত্ব পালন করবেন তিনি। 
 
দীর্ঘ ক্যারিয়ারে ইসমাত জাহান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউ ইয়র্কে দায়িত্ব পালন করেছেন।
 
তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন নেদারল্যান্ডসে। তার আগে তিনি নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
 
ইসমাত জাহান দুই বার জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য নির্বাচিত হন।
 
ব্যক্তিগত জীবনে বিবাহিত ইসমাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com