কর্মচারী নির্যাতন বন্ধে আট দফা দাবি

কর্মচারী নির্যাতন বন্ধে আট দফা দাবি
প্রকাশ : ১২ আগস্ট ২০১৬, ২০:০০:১০
কর্মচারী নির্যাতন বন্ধে আট দফা দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
প্রতিষ্ঠানে কর্মচারী ছাটাই ও শারিরীক নির্যাতন বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে নবাবপুর রোড দোকান কর্মচারী ইউনিয়ন।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান। 
 
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, দোকান কর্মচারীরা মৌলিক অধিকার ও আইনগত সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকরা নির্যাতিত। বিশ্বায়নের এই যুগে যদি দোকান কর্মচারীরা এখনও নির্যাতনের শিকার হন তাহলে কি মেনে নেয়া যায়?
 
তারা বলেন, এখন সময় এসেছে শ্রমিকদের অধিকার আদায়ের। তাই শ্রমিক নির্যাতন বন্ধে এখন ঐক্যবদ্ধ হতে হবে।
 
মানববন্ধন থেকে দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি কমপক্ষে দেড়দিন (একদিন পূর্ণ এবং অর্ধেক দিন), বাৎসরিক দুটি উৎসব ভাতা (বোনাস) প্রদান, কর্মচারী ছাটাই-নির্যাতন বন্ধ, কল্যাণ তহবিল ও প্রভিডেন্ড ফান্ড গঠন, নিয়োগপত্র, হাজিরা খাতা ও পরিচয়পত্র দেয়ার দাবি জানানো হয়।
 
এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. হযরত আলী মোল্লা, বাংলাদেশ শ্রমিক আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ শামস উদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, দোকান কর্মচারী ফেডারেশনের নেতা জাকির হোসেন প্রমুখ।
 
বিবার্তা/বিপ্লব/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com