বুধবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করবে পুস্তক প্রকাশক সমিতি

বুধবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করবে পুস্তক প্রকাশক সমিতি
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৬, ১৫:৫৩:০১
বুধবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করবে পুস্তক প্রকাশক সমিতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এদিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
 
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন ছোটন জানান, সম্প্রতি ধর্মের দোহাই দিয়ে তরুণদের অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে। ভয়ঙ্কর এ আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তা না হলে সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।
 
তিনি জানান, বই প্রকাশক ও বিক্রেতারা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই বইয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা ও নৈতিকতা তৈরি করতে হবে। তাদের বুঝাতে হবে জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা যায় না।
 
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সভাপতি তোফায়েল খান, বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব আলম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/বিপ্লব/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com