জমজম কূপ নিয়ে জানা-অজানা তথ্য

জমজম কূপ নিয়ে জানা-অজানা তথ্য
প্রকাশ : ২২ জুন ২০১৬, ১২:৩২:০৩
জমজম কূপ নিয়ে জানা-অজানা তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
১) আল্লাহতা’লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল জমজম কূপ।
 
২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায় থাকে।
 
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি,জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
 
৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
 
৫) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মওসুমে ব্যবহার ক’য়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
 
৬) সৃষ্টির পর থেকে এর গুণাগুণ, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে।
 
৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, ক্ষুধাও নিবারণ করে।
 
৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোন জীবাণু জন্মায় না ।
 
১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com