কোরআনের যে দশ সূরা দশ বিপদ থেকে বাঁচাবে

কোরআনের যে দশ সূরা দশ বিপদ থেকে বাঁচাবে
প্রকাশ : ৩০ জুন ২০১৬, ১৪:৩০:৪৮
কোরআনের যে দশ সূরা দশ বিপদ থেকে বাঁচাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
কোরআনের যে দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে বাঁচাবে।আল্লাহ মানুষকে বিভিন্ন সময় নানা বিপদে ফেলে পরীক্ষা করে থাকে। শুধু ইহকালে নয় আল্লাহ মানুষকে পরকালেও পাপের শাস্তি দেবেন। ইহকালের বিপদ কিংবা পরকালের শাস্তির হাত থেকে তৎক্ষণাত রক্ষা পাওয়ার উপায় বলে দেয়া আছে আল কোরআনে। আল কোরআনের এমন দশটি সূরা আছে যেগুলো বিপদে পড়ার পর পাঠ করলে আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। সূরা গুলো নিম্নরূপ-
 
(১) সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষা করবে।
 
(২) সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষা করবে।
 
(৩) সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষা করবে।
 
(৪) সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষা করবে।
 
(৫) সূরা মূলক কবরের আযাব হতে রক্ষা করবে।
 
(৬) সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।
 
(৭) সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষা করবে।
 
(৮) সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে।
 
(৯) সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষা করবে।
 
(১০) সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষা করবে।
 
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com