ইন্টারনেট লাইফকে আরও গতিময় করছে গুগল

ইন্টারনেট লাইফকে আরও গতিময় করছে গুগল
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৫:২৮
ইন্টারনেট লাইফকে আরও গতিময় করছে গুগল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ইন্টারনেট ব্যবহার করে কিন্তু গুগলের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। মানুষের ইন্টারনেট লাইফকে আরও গতিময় করতে প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে আসছে গুগল।
 
১. আপনি গুগলে একটি টাইমার ও তার সঙ্গে অ্যালার্ম সেট করতে পারেন। এজন্য গুগল সার্চে timer কথাটি লিখুন আর তার আগে যে কোনো মিনিটের কথা লিখে নিন। এতেই শুরু হয়ে যাবে টাইমার।
 
২. নাসা স্যাটেলাইট থেকে তোলা মহাশূন্যের ছবি গুগলেই পাওয়া যাবে। এজন্য Google.com/sky লিখে দিলেই হবে।
 
৩. বিয়ে করতে যাচ্ছেন? গুগল আপনার বিয়ের অনুষ্ঠান, ভেনু নির্বাচনসহ বহু বিষয়ে সহায়তা করতে তৈরি আছে।
 
৪. গুগল এনগ্রাম একটি মজার টুলস, যার মাধ্যমে আপনি ১৫০০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে প্রকাশিত ৫.২ মিলিয়ন বইয়ের মধ্যে ব্যবহৃত শব্দগুলোর পরিবর্তন বিষয়ে জানতে পারবেন।
 
৫. বড় কোনো সংখ্যা নিয়ে সমস্যায় আছেন? গুগল দিতে পারে সমাধান। সংখ্যাটিকে পড়ে দিতে গুগলে তা দিয়ে "=english" লিখলেই চলবে।
 
৬. গুগল ট্রান্সলেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভাষার লেখা অনুবাদ করা যায়। তবে এতে একটি ‘ম্যানুয়াল’বিষয়ও আছে। যেমন গুগলের মাধ্যমে আপনি কোনো একটি চীনা ভাষার চিহ্ন একেও তার অনুবাদ করতে পারবেন।
 
৭. গুগলের ইনপুট টুলের মাধ্যমে ৮০টি ভিন্ন ভাষায় ইনপুট দেয়া সম্ভব।
 
৮. নানা ধরনের ফন্টের গুগলের সাহায্য নেয়ার ব্যবস্থা রয়েছে। এজন্য Google.com/fonts -এ যেতে হবে।
ইন্টারনেট লাইফকে আরও গতিময় করছে গুগল
৯. গুগল স্কলারের মাধ্যমে তথ্য খুঁজে বের করা এখন আগের তুলনায় অনেক সহজ।
 
১০. বিশ্বের বিভিন্ন বিখ্যাত জাদুঘরে সংরক্ষিত বহু চিত্রকর্মের উচ্চ রেজুলিশনের ছবি দেখা যাবে গুগলে। আপনার সাংস্কৃতিক জ্ঞান বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করা সম্ভব।
 
১১. গুগলের ‘ডিজিটাল চিট শিট’ব্যবহার করে উপকৃত হতে পারেন ব্যবসায়ীরা।
 
১২. মানুষের সাম্প্রতিক চিন্তাভাবনা সম্পর্কে জানতে চান? গুগলের সাহায্যে জানতে পারেন দৈনন্দিন সর্বাধিক সার্চকৃত শব্দগুলো।
 
১৩. গুগল ম্যাপে যোগ করতে পারেন আপনার নিজের তোলা ছবি। এতে ছবিটি কোথায় তোলা হয়েছে, তার তথ্য পাওয়া যাবে।
 
১৪. গুগলে রয়েছে সাউন্ড সার্চ-এর অপশন। কোনো একটি গান বাজানো হলে তা কোন অ্যালবামের, তা জানা সম্ভব।
 
১৫. গুগলের রয়েছে একটি অসাধারণ নোট রাখার ও রিমাইন্ডার অ্যাপ। এটি ডেস্কটপ ও স্মার্টফোনে একত্রেই কাজ করে।
 
বিবার্তা/জিয়া
 
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com