‘নির্দিষ্ট বিষয়ে কাজ করলে একদিন সফলতা আসবে’

‘নির্দিষ্ট বিষয়ে কাজ করলে একদিন সফলতা আসবে’
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০২:২০
‘নির্দিষ্ট বিষয়ে কাজ করলে একদিন সফলতা আসবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তাফা জাব্বার বলেছেন, ‘অনেক বিষয়ে কাজ না করে, যে কোনো একটা ‍নির্দিষ্ট বিষয়ে কাজ করলে ওই কাজে একদিন সফলতা আসবেই’। যার যে বিষয়ে কাজ করতে ভালোলাগে, তাকে সেই বিষয় নিয়েই তার কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন এই তথ্যপ্রযুক্তিবিদ।   
 
শনিবার  বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের উদ্যোগে ‘টেক মিটআপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। 
 
মোস্তাফা জাব্বার বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের দেশকে নতুন করে গড়বে। তরুণ সমাজ যত বেশি ইনোভেটিভ চিন্তা করবে, দেশের পরিবর্তনে তত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তারা’।
 
বেসিস সভাপতি বলেন, ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম দেশের আইটি ইন্ডাস্ট্রিতে নতুন উদ্যোক্তা তৈরিতে নিঃসন্দেহে গুরত্বপূর্ণ ভূমিকা  পালন করছে। এ ধরনের ফোরাম ভবিষ্যতেও দেশের উদ্যোক্তা তৈরিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
 
সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন জুমশেপারের প্রতিষ্ঠাতা এবং সিইও কাওসার আহমেদ। আইটি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আইটি উদ্যোক্তা হিসেবে কিভাবে সফলতা পাওয়া যেতে পারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন তিনি।
 
 আয়োজক হিসেবে বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম ও স্পেস অ্যাপ্স বাংলাদেশের প্রধান আরিফুল হাসান অপু বলেন, ‘আইটি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের তরুণরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সেগুলো কিভাবে অতিক্রম করা যায় এ বিষয়ে তাদের দিক নির্দেশনা দিতেই এ ধরনের কার্যক্রমের আয়োজন। আশা করছি এই আয়োজন তাদেরকে উদ্যোক্তা হওয়ার চিন্তাকে আরো শাণিত করবে’।
 
বিবার্তা/উজ্জ্বল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com