রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৫:৫০:৫৬
রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 
 
অন্যদিকে রাত পৌনে ১টায় সেল্টা ডি ভিগোর মাঠে খেলবে বার্সেলোনা। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।
 
ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ১৪, তবে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে তারা। রিয়ালের সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। শীর্ষস্থান মজবুত করতে তাই আজ এইবারের বিপক্ষে জয়ের বিকল্প নেই রিয়ালের। 
 
অন্যদিকে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াও দারুণ ছন্দে আছে বার্সেলোনা। মেসিকে ছাড়াই গত সপ্তাহে লিগে স্পোর্টিং গিজনকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। মেসিকে ছাড়া আজ সেল্টা ভিগোর বিপক্ষেও হয়তো জ্বলে উঠবেন সুয়ারেজ-নেইমাররা।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2023 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com