রেনা রেন্টেরিয়া, একজন মেক্সিকান মডেল। ভালোবাসার মানুষটির কাছ থেকে আচমকা বিয়ের প্রস্তাব পেয়ে যা করলেন, এমনটা সচরাচর দেখা যায় না।
বয়ফ্রেন্ড জার্মান বেনিতেজের থেকে হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে জ্ঞান হারান এই মডেল। আনন্দে চূড়ান্ত পর্যায় পৌঁছে গিয়েই এই কাণ্ড ঘটেছে বলে মনে করছেন অনেকেই। গোটা ঘটনাটি উপস্থিত একজনের ভিডিও ক্যামেরায় ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, বিয়ের প্রস্তাব পেয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন রেনা। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তার প্রেমিক বুঝতে পারেন, মজা না সত্যিই জ্ঞান হারিয়েছেন রেনা। সূত্র: ডেইলি মেইল