সফল তরুণ মাহমুদুল হাসান মাহদির গল্প

সফল তরুণ মাহমুদুল হাসান মাহদির গল্প
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৫, ১৩:২১:৩১
সফল তরুণ মাহমুদুল হাসান মাহদির গল্প
বিবার্তা ডেস্ক :
প্রিন্ট অ-অ+

মাহমুদুল হাসান মাহদি (জন্ম: ১৯৯২ খ্রিস্টাব্দ) একজন বাংলাদেশি বংশোদ্ভূত, “BLACK iz Limited“ এর ওয়েব ডেভেলপার এবং একইসাথে প্রোজেক্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন। । BLACK iz Limited হচ্ছে বাংলাদেশের বৃহৎ বহুজগতিক অনলাইন অফলাইন তথ্য প্রযুক্তি সেবা দানকারী প্রতিষ্ঠান। মাহদি প্রথম “BLACK iz IT institute“ ছাত্র হিসেবে যোগ দান করেন, পরবর্তীতে তিনি BLACK iz IT institute শিক্ষক হিসেবে নিয়োগ পান। বর্তমানে মাহমুদুল হাসান মাহদি BLACK iz IT institute এর হয়ে ‘এসইও এবং ওয়েব ডেভোলপিং’ এর শিক্ষকতা করছেন। 


 


* শৈশব


মাহমুদুল হাসান মাহদির দাদাবাড়ি রংপুর বিভাগের দিনাজপুর। তার বাবা একজন শিক্ষক। ছোটবেলা থেকেই তার রাজধানী ঢাকা তে বেড়েওঠা।


 


**শিক্ষাজীবন


তিনি ২০০৭ এসএসসি পাশ করে “গ্রাফিক্স আর্টস ইনিস্টিটিউট” থেকে কম্পিউটার গ্রাফিক্স এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।


মাহমুদুল হাসান মাহদি “BLACK iz IT institute“ থেকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও এসইও করেন।


 


***কর্মজীবন


“BLACK iz Limited“ এর সাথে চুক্তি বদ্ধ হয়ে “Computer jagat“ এর চার মাস সার্চ ইনজিন অপটিমাইজেশন এর কাজ করেন। তাছাড়া তিনি “projuktee.com” নামক একটি অনলাইন নিউজ সাইট এর সাথে দীর্ঘ দিন যাবত কাজ করেছেন। ২০১০সালে তিনি একটি সমাজ সেবামূলক সংগঠন “শৈশব মেলা বাংলাদেশ” এর দফতর সম্পাদক এবং শিশুতোষ ম্যাগাজিন “শৈশব মেলা বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। এখন তিনি BLACK iz Limited এর সফল একজন কর্মকর্তা।


 


বিবার্তা/এমএম/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com