একদিন পাব সুন্দর সকাল

একদিন পাব সুন্দর সকাল
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:০৬:১২
একদিন পাব সুন্দর সকাল
বিবার্তা ডেস্ক :
প্রিন্ট অ-অ+

একদিন সকালে উঠে দেখবো- এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে গেছে। পত্রিকাতে কোন অপরাধ, খুনের সংবাদ নেই । চারাদিকে আনন্দ মিছিল । নিচতলার মোটা মেয়েটাও খুব ব্যস্ত হয়ে গেছে -সে আর পরচর্চা করে না । রোডে একটাও হর্ন নেই, গাড়ি ঠিক মত চলছে -মানুষ গাড়ি থামিয়ে রাস্তা পাড় হচ্ছে না।

মেডিক্যালের ডাক্তাররা চিকিৎসার নাম করে এক বস্তা টেস্ট আর দিচ্ছে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আর মিথ্যা কথা বলে মানুষদের বিভ্রান্ত করছে না।

পুলিশ -প্রশাসন খুব সুন্দর, তারা সবাই নিজ নিজ কাজ করছে, কেউ যাত্রী ছাউনীতে বসে চোখ বুঝে আর ঝিমুচ্ছে না।


স্কুলের কসাই টিচারগুলো প্রাইভেটদের নাম করে আর ব্যবসা করছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে -দক্ষ টিচার নিয়োগ দিচ্ছে। শিক্ষা সবার উপযোগী করেই তারা টিউশন ফি নিচ্ছে। আওয়ামীলীগ সরকার হত্যা ঝুলুমের রাজনীতি করছে না। শিবিররা আর রগ কাটচ্ছে না। বিএনপির মহাসচিব অবৈধ ভাবে অর্জন করা সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।


কোন হাউজিং কোম্পানি জমি দখল করছে না। চাকুরির জন্য কেউ আর তৈল মাখছে না। যার যার অর্জন তাই দিয়েই সমান কাজ পাচ্ছে। মিডিয়াতে নাইকা বানানোর নাম করে কোন দালাল গ্রামীণ মেয়ে শহরে এনে পতিতা বানাচ্ছে না। সব-দল, গোষ্ঠির মানুষ একত্রিত হয়েছে। এমন একটি সুন্দর সকালের অপেক্ষায় ------------------


তাহলেই আমার মত সাধারণ মানুষরা পৃথিবীতে স্বপ্ন দেখতে পাবে।


এখন যা দেখছি তার নাম স্বপ্ন না, মোহ! বেচেঁ থাকার মোহ!

মানুষ আজিজ১ এর ব্লগ থেকে...
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com