২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণের নির্দেশ

২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণের নির্দেশ
প্রকাশ : ১০ মে ২০১৬, ১৫:৫৫:১৬
২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
সরকারি চাকরিজীবীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণ করার নির্দেশ দিয়েছে সরকার। ওই সময়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণে ব্যর্থ হলে আগামী জুলাই থেকে বেতন স্থগিত হয়ে যাবে বলে সতর্ক করা হয়েছে।
 
মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এই নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এতে বলা হয়েছে, ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে বেতন নির্ধারণ না করায় কারও বেতন আটকে গেলে তিনি পরেও নির্ধারণের কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে যথা নিয়মে তার বকেয়া বেতন  পরিশোধ করা হবে।
 
সরকারের আর্থিক ব্যবস্থাপনার আধুনিকায়নে গতবছর ডিসেম্বরে আইবাস প্লাস প্লাস (iBAS++) নামে একটি সফটওয়ার চালু করা হয়, যার মাধ্যমে চাকরির তথ্য দিয়ে নিজেদের বেতন-ভাতা হিসাব করে নিতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
 
যে কোনো কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত ওয়েবসাইটে www.payfixation.gov.bd  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, কর্মরত পদ, চাকরিতে যোগদানের তারিখ, কতগুলো টাইম স্কেল, সিলেকশন গ্রেড পেয়েছেন তার তথ্য এবং সর্বশেষ স্কেলের তথ্য দিলেই নতুন স্কেলে তার বেতন কত দাঁড়াচ্ছে তা চলে আসবে। একইভাবে মিলবে অবসর ভাতার (পেনশন) তথ্য। স্বয়ংক্রিয়ভাবে ওই কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা নির্ধারিত হয়ে যাবে এর মাধ্যমে।
 
যাদের জাতীয় পরিচয়পত্র নেই এবং বর্তমান কর্মস্থলে থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সুযোগ নেই, তাদের ছুটি নিয়ে ওই কাজ শেষ করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। 
 
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দেশের ২১ লাখ সরকারি কর্মী নতুন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন।
 
বিবার্তা/আমিন/রযেল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com