‘ধর্মের নামে অধর্মের কাজ করতে দেয়া হবে না’

‘ধর্মের নামে অধর্মের কাজ করতে দেয়া হবে না’
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪:৫০
‘ধর্মের নামে অধর্মের কাজ করতে দেয়া হবে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
এদেশে ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
 
তিনি বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ধর্ম সমান। একটা গোষ্ঠী ধর্মের নামে এখানে হত্যাকাণ্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছিল। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ধর্মের প্রধানদের নিয়ে বসেছিলাম। তাদের জানিয়েছি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে যে যার ধর্ম পালন করবে। তখন তারা সবাই একমত হয়েছেন যে এখানে ধর্ম নিয়ে কোনো অন্যায় সহ্য করা হবে না।
 
সোমবার সংসদে সরকারি দলের সদস্য পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডাক দিয়েছিলেন, যারা ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।
 
ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ দেয়া হয়েছে।
 
বিবার্তা/আমিন/রয়েল 
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com