তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৬:৩৮
তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
পর্তুগাল, জার্মানি ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে রদবদল এনেছে সরকার।
 
পর্তুগাল মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইমতিয়াজ আহমেদকে পাঠানো হয়েছে জার্মানির বার্লিনে। আর জার্মানির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ আলী সরকারকে পাঠানো হয়েছে মিশরে।   
 
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. রুহুল আলম সিদ্দিকীকে প্রথমবারের মত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পর্তুগালে। 
 
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক আদেশে এই তিন কর্মকর্তার বদলির কথা জানায়।
 
তবে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা মো. ওয়াহিদুর রহমানকে কোথায় পদায়ন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। 
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com