শেখ হাসিনাকে নিয়ে শামসুল হকের শেষ কবিতা

শেখ হাসিনাকে নিয়ে শামসুল হকের শেষ কবিতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৫:১৬
শেখ হাসিনাকে নিয়ে শামসুল হকের শেষ কবিতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর বুধবার । এ জন্মদিন উদযাপন উপলক্ষে দেশের কবি লেখক সংস্কৃতিকর্মীজনদের পক্ষ থেকে আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।
 
সেই জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। নিজে অসুস্থ হলেও দেশনেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে তাঁর ছিল অসীম আগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা সম্ভব হলো না তাঁর। 
 
এ আয়োজনের মাত্র এক দিন আগে ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশবরেণ্য প্রথিতযশা এই লেখক। এ আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা কবিতার নাম ‘আহা, আজ কী আনন্দ অপার!’ এ কবিতায় সব্যসাচী লেখকের মনের আনন্দ প্রকাশ করেছেন এভাবে- ‘আহা, আজ কী আনন্দ অপার/ শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার’।  
 
এ কবিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের প্রশংসা করে সৈয়দ হক লেখেন, শেখ হাসিনা সব নদীতে/দুর্জয় গতিতে/টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার/শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার।’
 
বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই ‘আনন্দ অনুষ্ঠান’টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
বিবার্তার পাঠকদের জন্য শেখ হাসিনার উদ্দেশে লেখা সৈয়দ হকের শেষ কবিতাটি হুবহু তুলে ধরা হলো-
 
আহা, আজ কী আনন্দ অপার!
 
-সৈয়দ শামসুল হক
 
আহা, আজ কী আনন্দ অপার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
জয় জয় জয় জয় বাংলার
 
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর
নৌকা ডোবে নদীর জলে
 
সবাই বলে নৌকা তুলে ধর
কেইবা তোলে কে আসে আর
                                    স্বপ্নবাহু তাঁর
                                    বঙ্গবন্ধু কন্যার
 
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
 
শেখ হাসিনা সব নদীতে
দুর্জয় গতিতে
টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
 
জাতির পিতার রক্তে দেশ
এখনও যায় ভেসে
সেই রক্তের পরশ মেখে দেশ উঠেছে জেগে
এ দেশ তোমার আমার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
 
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
আহা, আজ কী আনন্দ অপার!
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com