ভেবে অবাক লাগতে পারে। ভ্রমণ নিয়েও দার্শনিকগণের রয়েছে সুন্দর কিছু উক্তি। তাই আজ আপনাদের জন্য ভ্রমণ নিয়ে বিখ্যাত কিছু মনিষীদের উক্তি তুলে ধরা হলো।
ভ্রমণ নিয়ে বিখ্যাত সাংবাদিক ও লেখক মার্ক টোয়েন বলেছেন ‘আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে,আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন। আবিষ্কারের জন্য যাত্রা করুন,স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন’।
‘ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র।’
-গুস্তাভ ফ্লুবেয়ার
‘নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি।’
-ফ্রেয়া স্টাক
‘পৃথিবী একটা বই আর যারা ভ্রমণ করে না তারা বইটি পড়তে পারে না।’
-সেন্ট অগাস্টিন
‘ভ্রমণ নিজেকে জানার অন্যতম উপায়।’
-লরেন্স ডুরেল
‘ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফেরার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে না ভ্রমণ কত সুন্দর ছিল।’
-লিন ইউতাং
‘ভ্রমণের আগে আপনার সব জামা কাপড় আর টাকা এক জায়গায় করুন। তারপর সেখান থেকে অধেক কাপড় এবং দ্বিগুন টাকা নিয়ে যাত্রা করুন। ’
-সুসান হেলার
‘একজন ভালো ভ্রমণকারীর কোনো নিদিষ্ট পরিকল্পনা এবং গন্তব্যে পৌছানোর উদ্দেশ্যও থাকে না।’
-লাও জু
‘ভ্রমণের মাধ্যমেই মানুষ জানতে পারে ভিনদেশ সম্পকে তার অনেক ভূল ধারণা ছিলো’
-অ্যালডাউস হাক্রলি
‘ভ্রমণ পরমতসহিষ্ণুতা শেখায়।’
-বেঞ্জামিন দিজরেলি
‘নতুন অচেনা কোনো দেশে গেলে মানুষ শিশু বয়সের বিস্মিত হওয়ার মতা অনুভূতিটি ফিরে পায়। ’-বিল ব্রাইসন
‘বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।’
-জাপানি প্রবাদ
‘ভ্রমণের মাধ্যমেই আমি প্রথম বাইরের দুনিয়া সম্পকে অবহিত হয়েছি এবং নিজেকে দুনিয়ার অংশ হিসেবে ভাবার পথ খুজে পেয়েছি।’
-ইউডোরা ওয়েল্টি
‘ভ্রমণ মানুষকে জ্ঞান অজর্ন করতে সাহায্য করে।’
-জেফারসনস
বিবার্তা/ইফতি