ঘুরে আসুন ভোলার মঙ্গলশিকদার

ঘুরে আসুন ভোলার মঙ্গলশিকদার
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৬, ১৪:২৬:৫৬
ঘুরে আসুন ভোলার মঙ্গলশিকদার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভোলায় প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা একটি জায়গার নাম মঙ্গলশিকদার। এটি লালমোহন (ভোলা) থেকে ৪/৫কিঃ মিঃ দূরে। লালমোহন দক্ষিণ ভোলার একটি সবুজ প্রাকৃতিক জনপদ যার পূর্বে বিশাল মেঘনা ও পশ্চিমে তেতুলিয়া নদী। এই দুই নদী পারের নৈসর্গিক ও ভয়ংকর সুন্দর জায়গাগুলোই এই এলাকার মূল আকর্ষণ তাছাড়া মেঘনার মাঝখানে গড়ে ওঠা দ্বীপ গুলো আপনাকে সুন্দরবনের মত একটি ফিল দিতেই পারে।
 
এছাড়া চিরাচরিত বাংলার ঐতিহ্যগুলো অনেক আগে থেকেই লালন করে আসছে এই এলাকার মানুষজন। মাছে ভাতে বাঙালী যার অনেকটা যথার্থতা এইখানে পাবেন। আর আধুনিক নাগরিক সব সুযোগ সুবিধা তোহ থাকছেই। সরকারের দৃষ্টি পড়লে বাংলাদেশের অনেক পর্যটন এড়িয়ার চেয়ে এই এলাকাকে আরো সুন্দর করে বাস্তবায়ন সম্ভব।
 
কিভাবে যাবেন
প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬ টায় লালমোহন এর লঞ্চ ছাড়ে। আপনি লালমোহন এসে পৌঁছাবেন পরদিন সকাল ৫/৬টায়। লালমোহন থেকে লঞ্চ ছাড়ে বিকাল ৪টায়। ভাড়া- সিঙ্গেল কেবিন-৮০০, ডাবল কেবিন-১৬০০। তবে লালমোহন থেকে মোটরসাইকেল যোগে গেলেই আপনার ভাল হবে।ভাড়া ১জন ৫০ টাকা যাওয়ার ক্ষেত্রে।
 
কোথায় থাকবেন
লালমোহন সদর এ বিভিন্ন হোটেল আছে এবং ডাকবাংলো ও আছে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com