সিলেট বিভাগের আকর্ষণীয় টুরিস্ট স্পট

সিলেট বিভাগের আকর্ষণীয় টুরিস্ট স্পট
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৫:৫১
সিলেট বিভাগের আকর্ষণীয় টুরিস্ট স্পট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
পাহাড়, বন-বনানী, বিস্তৃত জলাভূমির অফুরান বৈচিত্রে ঘেরা সিলেট বিভাগ এমনিতেই পর্যটকদের কাছে টানে। এ বিভাগে রয়েছে অজস্র আকর্ষণীয় টুরিস্ট স্পট। নিচে এখানকার সেরা স্পটগুলোর তালিকা দেয়া হলো:
 
হবিগঞ্জ: বিথঙ্গল আখড়া, বানিয়াচং প্রাচীন রাজবাড়ির ধংসাবশেষ, বানিয়াচং পুরানবাগ মসজিদ ও খরতির জঙ্গল, সাগরদীঘি, হব্যা গোমার দারা গুটি, নাগুড়া ফার্ম, সাতছড়ি রিজার্ভ ফরেস্ট, কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট, রাবারবাগান, ফ্রুটসভ্যালি, সিপাহসালার হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিনের (রহ.) মাজার, লালচান্দ চা-বাগান, দেউন্দি চা-বাগান, লস্করপুর চা-বাগান, চন্ডীছড়া চা-বাগান, চাকলাপুঞ্জি চা-বাগান, চান্দপুর চা-বাগান, নালুয়া চা-বাগান, আমু চা-বাগান, রেমা চা-বাগান, দারাগাঁও চা-বাগান, শ্রীবাড়ী চা-বাগান, পারকুল চা-বাগান, সাতছড়ি চা-বাগান।
 
মৌলভীবাজার: চা-বাগান, মাধবকুণ্ডু, মাধবকুণ্ডু ইকো পার্ক, বর্ষিজোড়া ইকো পার্ক, হজরত শাহ মোস্তফার (রহ.) মাজার, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ।
সিলেট বিভাগের আকর্ষণীয় টুরিস্ট স্পট
সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওর, হাছনরাজা মিউজিয়াম, লাউড়ের গড়, ডলুরা শহীদদের সমাধিসৌধ, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প। বাগবাড়ি টিলা, সেলবর্ষ জামে মসজিদ, সুখাইড় কালীবাড়ি মন্দির, কাহালা কালীবাড়ি, মহেষখলা কালীবাড়ি, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে হলহলিয়া গ্রামে রাজা বিজয় সিংহের বাসস্থানের ধ্বংসাশেষ।
 
সিলেট: জাফলং, ভোলাগঞ্জ, লালাখাল, তামাবিল, হাকালুকি হাওর, ক্বীন ব্রিজ, হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাড়ি, হাছনরাজার মিউজিয়াম, মালনীছড়া চা-বাগান, এমএজি ওসমানী বিমানবন্দর, পর্যটন মোটেল, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি, মণিপুরী রাজবাড়ি, মণিপুরী মিউজিয়াম, শাহী ঈদগাহ, ওসমানী শিশুপার্ক।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com