থাই মন্দির ওয়াট রং খুন মন্দির

থাই মন্দির ওয়াট রং খুন মন্দির
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪৩:০৯
থাই মন্দির ওয়াট রং খুন মন্দির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
শ্বেতহস্তির দেশ থাইল্যান্ডের বিখ্যাত একটি মন্দির ওয়াট রং খুন। মন্দিরটি শ্বেত মন্দির নামেই বেশি পরিচিত। এ বৌদ্ধ মন্দিরটি দেখে মনে হবে, স্বর্গের অপরূপ সৌন্দর্যের খানিকটা ধরা দিয়েছে বাস্তবে মানবের কারুকার্যে। মন্দিরটি ঐশ্বরিক অনুপ্রেরণার একটি উপকরণ হলেও, এটি বানিয়েছেন একজন মানব সন্তান। ১৯৯৭ সালে চালার্মচাই কোসিতপিপাত নামে এক শিল্পী এর নকশা করেন। 
 
মন্দিরের মর্মর পাথরের মূর্তিগুলো দেখলে মনে হবে যেন সত্যি সত্যি স্বর্গের পরী নেমে এসেছে মাটিতে। কারুকার্যময় দুর্লভ শ্বেতহস্তী। শুঁড় তুলে চেয়ে আছে দিগন্তের পানে। ধ্যানরত বুদ্ধের মূর্তি যেন যেকোনো মুহূর্তে হাতে তুলে বলে উঠবে নিজের আলোয় আলোকিত হও। এমন অবাক করা আরোও বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ভাস্কর্য, তোরণ, ফলক রয়েছে পুরো মন্দির জুড়ে।
থাই মন্দির ওয়াট রং খুন মন্দির
গত বছরের মে মাসে ভূমিকম্পে মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে যায়। কিন্তু কোসিতপিপাত পুনরায় এর স্বরূপে ফিরিয়ে আনেন। তবে এখনও কিছু ফাটলের কাজ মেরামত সম্পন্ন করা বাকি রয়েছে। তাই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে আগত দর্শনার্থীরা শুধুমাত্র বাইরে থেকেই এই মন্দিরের ছবি তুলতে পারেন।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com