এবার যারা চেয়ারম্যান হলেন

এবার যারা চেয়ারম্যান হলেন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৬, ০২:১৫:০৪
এবার যারা চেয়ারম্যান হলেন
ভোট কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন -ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক :
প্রিন্ট অ-অ+
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথম দুই ধাপের মতো এবারও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ের পথে রয়েছেন। শনিবার ৬১৪টি ইউপিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩১০টির ফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ২৩৩, ধানের শীষ প্রতীকে বিএনপির ৩২, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ৪ এবং ৪১ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
 
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে জানানো হয়েছে, ভোটে অনিয়মের কারণে অন্তত ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ কারণে কয়টি ইউপির ফল স্থগিত হবে, তা জানাতে পারেনি ইসি। 
 
দেশে প্রথমবারের মতো দলভিত্তিক এ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ ১৭টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা অংশ নেন। আগামী জুনের মধ্যে পর্যায়ক্রমে ছয় ধাপে দেশের চার হাজার ২৭৫টি ইউপিতে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর আগে গত ২২ মার্চ প্রথম ধাপের ৭১২টি ও দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপিতে ভোট নেওয়া হয়।
 
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়ার পর কেন্দ্রেই ভোট গণনা করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট দুই হাজার ৬৭২ প্রার্থী অংশ নেন। তবে শনিবার ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ মনোনীত তিন চেয়ারম্যান প্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জসহ অনেক স্থানে বিএনপি ও জাসদ মনোনীতসহ স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।
 
এর আগে তৃতীয় ধাপের তফসিল ঘোষণার সময় ইসি থেকে ৬৮৫টি ইউপির তালিকা ঘোষণা করা হয়েছিল। তবে প্রধান রাজনৈতিক দলগুলোর সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙামাটি ও বান্দরবানের ৫৩ ইউপির ভোট তৃতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপে নেওয়া হয়েছে। আইনি জটিলতার কারণে আরও কয়েকটি ইউপির তফসিল স্থগিত হয়ে যায়। ফলে শনিবার ৬১৪ ইউপিতে ভোট নেওয়া হয়।
 
এ ধাপে সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ ও সংরক্ষিত সদস্য পদে ছয় হাজার ২৯৮ জন প্রার্থিতা করছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এবারও ভোটের আগে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্তত ২৫, সাধারণ সদস্য পদে ১৭৪ ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন বিজয়ী হয়েছেন।
 
তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন এক হাজার ৪৮৭ এবং স্বতন্ত্র প্রার্থী এক হাজার ১৮৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৬১৪, বিএনপির ৫৩৬, জাতীয় পার্টির ১৬৭, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২৬, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১২, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯২, জাতীয় পার্টি-জেপির ৩, খেলাফত মজলিসের ২, বিকল্পধারার ৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ১০, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩ এবং বাসদের ১ ও অন্যান্য দলের চারজন ছিলেন।
 
দেশে প্রথমবারের মতো দলভিত্তিক এই ইউপি নির্বাচনে মূল লড়াই চলছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপির ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬৩৯ ইউপির ভোট হয়। এতে আওয়ামী লীগ এক হাজার একটি ইউপির চেয়ারম্যান পদে ও বিএনপি ১০৮ ইউপির চেয়ারম্যান পদে বিজয়ী হয়। ২১৮ ইউপিতে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। ইসির হিসাবে, প্রথম ধাপে ৭৪ দশমিক ৭৭ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোটের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। ইসির তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট নেওয়া হবে।
 
শনিবার তৃতীয় ধাপে সারাদেশ থেকে বিবার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্যে চেয়ারম্যান হলেন যারা-
 
ঢাকা বিভাগ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদরে আ’লীগের মশিউর রহমান খান, মহেষপুরে স্বতন্ত্র কাজী আবুল কালাম আজাদ, ওড়াকান্দিতে স্বতন্ত্র বদরুল আলম বিটুল, ফুকরায়ে আ’লীগের ইমদাদুল হক মোল্লা, রাতৈলে আ’লীগের বিএম হারুনর রশীদ পিনু, পারুলিয়ায় আ’লীগের মকিমুল ইসলাম, বেথড়ীতে স্বতন্ত্র ফারুক আহমেদ, পুইসুরে আ’লীগের পানা মোল্লা, সিংগাইরে আ’লীগের প্রণব বাবু, হাতিয়াড়ায় আ’লীগের দেব দুলাল ও শাজাইলে আ’লীগের কাজী জাহাঙ্গীর আলম। 
 
বোয়ালমারী সদরে বিএনপির আতিয়ার রহমান মোল্লা, চতুলে আ’লীগের শরীফ সেলিমুজ্জামান লিটু,  ঘোষপুরে আ’লীগের এসএম ফারুক হোসেন, গুনবাহায় বিএনপির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পরমেশ্বরদীতে আ’লীগের নুরুল আলম মিনা মুকুল, রপাপাতে আ’লীগের আজিজার রহমান মোল্লা, সাতৈরে আ’লীগের মো. মুজিবুর রহমান ও শেখরে স্বতন্ত্র ইসরাফিল মোল্লা।
 
রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকড়ায় আ’লীগের আমজাদ হোসেন ও উজানচরে স্বতন্ত্র আবুল হোসেন ফকির। বালিয়াকান্দির ইসলামপুরে স্বতন্ত্র আবুল হোসেন খান, নারুয়ায় স্বতন্ত্র আবদুস সালাম মাস্টার, বহরপুরে আ’লীগের রেজাউল করিম, নবাবপুরে আ’লীগের আবুল হাসান আলী, জামালপুরে স্বতন্ত্র ইউনুস আলী সরদার ও সদরে আ’লীগের নায়েব আলী। এর আগে জংগল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৃপেননাথ বিশ্বাস।
 
শরীয়তপুর সদরের আংগারিয়ায় স্বতন্ত্র আনোয়ার হাওলাদার, বিনোদপুরে আ’লীগের আবদুল হামিদ সাকিদার, চিকন্দীতে স্বতন্ত্র এনামুল হক মুন্সী, চিতলিয়ায় আ’লীগের আবদুস সালাম হাওলাদার, ডোমসারে স্বতন্ত্র চান মিয়া মাতুব্বর, তুলসারে স্বতন্ত্র জাহিদুল ইসলাম ফকির, পালংয়ে আ’লীগের আবু হোসেন দেওয়ান, রুদ্রকরে আ’লীগের হাবিবুর রহমান ঢালী, শোলপাড়ায় স্বতন্ত্র ইউনুস হাওলাদার ও চন্দ্রপুরের আ’লীগের ওমর ফারুক মোল্লা।  
 
গোসাইরহাট উপজেলার ৪টি ইউনিয়নে কোদালপুরে এসএম মিজানুর রহমান (আ’লীগ বিদ্রোহী), সামস্বারে আবুল কালাম ব্যাপারী (আ’লীগ), গোসাইরহাটে মোজাফফর হোসেন সরদার (আ’লীগ) ও নলমুড়িতে মাহফুজুর রহমান মিয়া (আ’লীগ)।
 
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে আ’লীগের আলমগীর হোসেন, বড়হিতে আ’লীগের শাহ জালাল, ঈশ্বরগঞ্জে আ’লীগের আবু হানিফা, সরিষায় আ’লীগের শাহজাহান ভূঁইয়া, সোহাগীতে আ’লীগের হাবিবুর রহমান। কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়ায় আ’লীগের আবু তাহের, গুরুইতে বিএনপির আবু তাহের, জারোইতলায় আ’লীগের বিদ্রোহী কামরুল ইসলাম মানিক, কারপাশায় আ’লীগের তাকির হাসান খান, নিকলীতে আ’লীগের কারার বোরহান উদ্দিন, সিংপুরে বিএনপি বিদ্রোহী আনোয়ার হোসেন, ছাতীরচরে আ’লীগের বিদ্রোহী জামাল উদ্দিন।
 
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীরটেক আ’লীগের মশিউর রহমান, বক্তাবলীতে আ’লীগের শওকত আলী, কাশিপুরে  আ’লীগের এম সাইফুল্লাহ বাদল, এনায়েত নগরে আ’লীগের মো. আসাদুজ্জামান, গোগ নগরে স্বতন্ত্র নওশেদ আলী, কুতুবপুরে স্বতন্ত্র মনিরুল আলম সেন্টু।
 
রূপগঞ্জ উপজেলার ভুলতায় আ’লীগের আরিফ হোসেন, গোলাকান্দাইলে আ’লীগের মনজুর হোসেন, কায়েতপাড়ায় আ’লীগের রফিকুল ইসলাম, মুড়াপাড়ায় আ’লীগের আলমাস হোসেন।
 
শেরপুর সদরের কামারের চরে আ’লীগের হাবিবুর রহমান, চরশেরপুরে, লছমনপুরে আ’লীগের বিদ্রোহী সেলিম মিয়া।
 
চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া : জেলার নবীনগরের রতনপুরে আ’লীগের মো. রুহুল আমিন, শিবপুরে মোহাম্মদ শাহীন সরকার (আ’লীগ), জিনোদপুরে আবদুর রউফ (আ’লীগ), ছলিমগঞ্জে মো. খুরশিদ আলম (আ’লীগ), কৃষষ্ণনগরে জিল্লু রহমান (আ’লীগ), বড়াইলে জাকির হোসেন (আ’লীগ), বড়ইকান্দিতে আনোয়ার পারভেজ (আ’লীগ), নবীনগর পশ্চিমে ফিরোজ মিয়া (আ’লীগ), শ্যামগ্রামে আমির হোসেন বাবুল (বিএনপি)। সরাইলের অরুয়াইলে মোশাররফ হোসেন (জাপা), কালিকচ্ছে শরাফত আলী (জাপা), সরাইল সদরে আবদুল জব্বার (আ’লীগ), শাহবাজপুরে রাজীব আহমেদ (আ’লীগ), শাহজাদপুরে রফিকুল ইসলাম খোকন (আ’লীগ), চুনটাতে মো. শাহজাহান (আ’লীগ), পানিশ্বরে দীন ইসলাম (আ’লীগ) বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে শাহীন আহমেদ (আ’লীগ)।
 
চট্টগ্রাম : বাগানবাজারে আ’লীগের রুস্তম আলী, দাঁতমারাতে আ’লীগের জানে আলম, নারায়ণহাটে আ’লীগের হারুনুর রশীদ, হারুয়ালছড়িতে স্বতন্ত্র ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দংয়ে স্বতন্ত্র নুরুল বশর নবী, কাঞ্চননগরে স্বতন্ত্র রশীদ উদ্দিন চৌধুরী কাতেব, লেলাংয়ে আ’লীগের সরওয়ার উদ্দীন শাহীন, বক্তপুরে আ’লীগের এম সোলাইমান, ধর্মপুরে আ’লীগের আবদুল কাইয়ুম, সমিতির হাটে আ’লীগের হারুনুর রশিদ কালু, জাফতনগরে আ’লীগের আবদুল হালিম, আবদুল্লাহপুরে আ’লীগের হোসেন আলী, রোসাংগিরিতে  আ’লীগের শেখ সালেহিন সোয়েব ও সুন্দরপুরে আ’লীগের শাহনেওয়াজ।  
 
কক্সবাজার : খাসিয়াখালীতে আ’লীগের গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিঙ্গায় আ’লীগের জসীম উদ্দিন, সাহারবিলে আ’লীগের মহসিন বাবুল, কাকারাতে আ’লীগের শওকত ওসমান, সুরাজপুর-মানিকপুরে আ’লীগের আজিমুল হক, বড়ইতলীতে বিএনপির জালাল আহমদ সিকদার, বমু-বিলছড়িতে বিএনপির আবদুল মতলব, ডুলাহাজারিতে জাপার নুরুল আমিন, খুটাখালীতে স্বতন্ত্র আবদুর রহমান, লক্ষ্যারচরে স্বতন্ত্র গোলাম মোস্তফা কায়ছার, কইয়্যারবিলে আ’লীগের মুফতি ইকবাল ও হারবাংয়ে আ’লীগের মিরানুল ইসলাম।
 
বান্দরবান : সদর উপজেলার সদরে সাছগ্র মারমা (আ’লীগ), টঙ্গাপতিতে লু কান ম্রো (আ’লীগ), রাজভিলাতে কি অং প্রু (আ’লীগ); নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মো. আলম (আ’লীগ) ও দোছড়ি হাবিবুল্লাহ (আ’লীগ); রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ছলা মং (আ’লীগ), তারাছাতে উথোয়াই সিং মারমা (আ’লীগ), আলেক্ষ্যংয়ে বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আ’লীগ); রুমা সদর উপজেলার সৈবাং মারমা (আ’লীগ), র‌্যামাথ্রি টাং ছাতে হিরাবন (আ’লীগ), জেলাঞ্জাতে ম্যান মিয়াং (বিএনপি), কান্দুতে উলা মং (আ’লীগ); লামার আজিজনগরে জসিম উদ্দিন (আ’লীগ), পাইতংয়ে জালাল উদ্দিন (আ’লীগ), খাসিয়াখালীতে জাকির হোসেন মজুমদার (বিএনপি), দজালিয়াতে পাথোয়াই চিং (আ’লীগ), লামা সদরে মিন্টু কুমার সেন (আ’লীগ), রূপসীপাড়ায় সাচিং প্রু (আ’লীগ), চরইয়ে ফরিদুল আলম (বিএনপি)। থানছি সদরে মাংসার মুরং (আ’লীগ)।
 
খাগড়াছড়ি : মানিকছড়ি সদরে শফিকুল ইসলাম ফারুক (আ’লীগ), শহীদুল ইসলাম মোহন (আ’লীগ), কোনাবাড়িতে জ্ঞানরঞ্জন ত্রিপুরা (আ’লীগ); খাগড়াছড়ি সদরে আ ম্যা মারমা (আ’লীগ), মহালছড়ি সদরে রতন শীল (আ’লীগ), মায়মাছড়িতে সাজাই মারমা (আ’লীগ), ক্যায়াংগারে বিশ্বজিৎ চাকমা (স্বতšú), রামগড়ের পাতাছড়ায় পুনিন্দ্র ত্রিপুরা (আ’লীগ), রামগড় সদরে মোঃ শাহ আলম (আ’লীগ), মাটিরাঙা ইউনিয়নে হীরণ জয় ত্রিপুরা (আ’লীগ), প্যারাছড়া ইউনিয়নে তপন ত্রিপুরা (স্বতন্ত্র)
 
কুমিল্লা : কালীবাজারে আ’লীগের মো. সেকান্দর আলী, উত্তর দুর্গাপুরে আ’লীগের আবুল কালাম আজাদ, দক্ষিণ দুর্গাপুরে  আ’লীগের মো. আমিনুল হক, আমড়াতলীতে আ’লীগের মো. মোজাম্মেল হক, পাঁচছুতিতে আ’লীগের  ইকবাল হোসেন বাহালুল, সোনাপুরে  আ’লীগের মামুনুর রশিদ; লাকসামের কান্দিরপাড়ে আ’লীগের ওমর ফারুক, উত্তরদাতে আ’লীগের হারুনুর রশিদ, আজগরায় আ’লীগের রুহুল আমিন, লাকসাম পহৃর্ব আ’লীগের আলী আহমদ, গোবিন্দপুরে আ’লীগের নিজাম উদ্দিন শামীম; বুড়িচং উপজেলায় মোকামে আ’লীগের ফজলুল হক মুন্সী, ময়নামতিতে আ’লীগের লালন হায়দার, ষোলনলে আ’লীগের সিরাজুল ইসলাম; বুড়িচং সদরে আ’লীগের শাহ আলম, পীরযাত্রাপুরে আ’লীগের জাকির হোসেন, বাকশিমুলে আ’লীগের মোস্তফা মাস্টার, রাজাপুরে আ’লীগের মো. মোস্তফা।
 
নোয়াখালী : চাটখিলের বদলকোটে আ’লীগের সোলায়মান শেখ, খিলপাড়ায় আ’লীগের মো. আলমগীর হোসেন, মোহাম্মদপুরে আ’লীগের মো. শহীদুল্লাহ, নোয়াখলাতে আ’লীগের ইব্রাহিম খলীল সোহাগ, পাঁচগাঁওয়ে আ’লীগের বজলুর রহমান বাবুল, পরকোটে আ’লীগের বাহার আলম মুন্সী, রামনারায়ণপুরে আ’লীগের মোহাম্মদ শাহ আলম, সাহাপুরে আ’লীগের গোলাম হায়দার কাজল, আটপুকুরিয়া-ঘাটলাবাগে আ’লীগের এস এম বাকিবিল্লাহ।
 
লক্ষীপুর : রায়পুরের উত্তর চরআবাবিলে আ’লীগের মো. শহীদুল্লাহ, উত্তর চরবংশীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের মো. আবুল হোসেন, দক্ষিণ চরবংশীতে আ’লীগের মিন্টু ফরাজী, চরমোহনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের মো. শফিক পাঠান; রামগঞ্জের কাঞ্চনপুরে আ’লীগের একেএম আবদুল করিম খাঁ, ইছাপুরে আ’লীগের মোহাম্মদ শহীদুল্লাহ, চণ্ডিপুরে  আ’লীগের মোহাম্মদ কামাল হোসেন ভহৃঁইয়া, লামচরে আ’লীগের মোহাম্মদ উল্লাহ, করপাড়াতে আ’লীগের মজিবুল হক মজিব।
 
চাঁদপুর : হাজীগঞ্জের রাজারগাঁয় আবদুল হাদী (আ’লীগ), বাকিলায় মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী (আ’লীগ), কালচো উত্তরে মানিক হোসেন প্রধানীয়া (আ’লীগ), কালচো দক্ষিণে গোলাম মোস্তফা স্বপন (বিএনপি), সদরে শফিকুল ইসলাম (আ’লীগ), বড়কুল পূর্বে কবির হোসেন (আ’লীগ), বড়কুল পশ্চিমে মনির হোসেন গাজী (আ’লীগ), হাটিলা পূর্বে মির্জা জলিলুর রহমান (আ’লীগ), হাটিলা পশ্চিমে জাকির হোসেন (আ’লীগ), গন্তব্যপুরে রফিকুল ইসলাম (আ’লীগ), গন্তব্যপুর দক্ষিণে গিয়াসউদ্দিন বাচ্চু (আ’লীগ)। বালিথুবা পশ্চিমে শফিকুর রহমান (আ’লীগ), বালিথুবা পহৃর্ব হারুনুর রশিদ (আ’লীগ), সুবিদপুর পূর্ব মাওলানা শরাফত উল্লাহ (আ’লীগ), সুবিদপুর পশ্চিম মহসিন হোসেন (বিএনপি), গুপ্তি পূর্ব আবদুল গনি পাটোয়ারি (আ’লীগ), গুপ্তি পশ্চিম আবুল কালাম ভূঁইয়া (আ’লীগ), পাইকপাড়া উত্তর আক্কাস আলী ভুঁইয়া (আ’লীগ) পাইকপাড়া দক্ষিণে শওকত আলী (আ’লীগ), গোবিন্দপুর উত্তরে সোহেল চৌধুরী (আ’লীগ), গোবিন্দপুর দক্ষিণ আবদুল হান্নান (বিএনপি), চর দুখিয়া পশ্চিম হাসান আবদুল হাই (আ’লীগ), রূপসা উত্তর ওমর ফারুক (আ’লীগ), রূপসা দক্ষিণ ইসকান্দার আলী (আ’লীগ) ও শাহাদাত হোসেন টেলু (বিএনপি)
 
খুলনা বিভাগ
কুষ্টিয়া জেলা : জেলার খোকসা উপজেলায় ৯টি ইউপিতে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন শোমসপুরে বদর উদ্দিন খান, ওসমানপুরে আনিসুর রহমান বাবলু, গোপগ্রামে আলমগীর হোসেন, আমবাড়িয়ায় আন্ধুস ছাত্তার, খোকসায় আয়ুব আলী বিশ্বাস, জানিপুরে হাবিবুর রহমান হবি, বেতবাড়িয়ায় বাবুল আকতার, শিমুলিয়ায় আবদুল মজিদ খান, জয়ন্তীহাজরায় আবুল রাজ্জাক। 
 
মেহেরপুর জেলা : সদর উপজেলার ৪টির ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টি ইউনিয়নে আ’লীগ ও ১টিতে বিএনপি জয়ী হয়েছে। আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন-আমঝুপিতে বুরহান উদ্দীন চুন্নু, পিরোজপুরে আবদুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতায় শাহজামাল ও কুতুবপুরে শহিদুল ইসলাম (বিএনপি)।
 
ঝিনাইদহ : জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুরে বিএনপির ইলিয়াস রহমান মিঠু, মালিয়াটে বিএনপির বিদ্রোহী ইকরামুল হক সংগ্রাম, কোলায় আওয়ামী লীগের আইয়ুব হোসেন, নিয়ামতপুরে রাজু আহমেদ রনি, ত্রিলোতনপুরে নজরুল ইসলাম ছানা, বারোবাজারে আবুল কালাম আজাদ, কাষ্ঠভাঙ্গায় আইয়ুব হোসেন, রাখালগাছিতে মহিবুল ইসলাম মন্টু, জামালে মোদাচ্ছের হোসেন। 
 
মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী ও ১টিতে নির্বাচন স্থগিত। বিজয়ীরা হলেন-গয়েশপুরে আবদুল হালিম, আমলসারে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুরে মশিয়ার রহমান, দ্বারিয়াপুরে জাকির হোসেন কানান, কাদিরপাড়ায় লিয়াকত হোসেন, সন্ধাধালপুরে নূরল হোসেন মোল্যা, নাকোলে হুমায়ুনুর রশিদ মুহিত। কারচুপি ও গোলযোগের কারণে শ্রীকোলের বারইপাড়া কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। এখানে আ’লীগ প্রার্থী মুতাসিম বিল্লাহ এগিয়ে রয়েছেন।
 
চুয়াডাঙ্গা : জেলার আলমডাঙ্গার জেহালা ইউপিতে বিএনপির আমিনুল ইসলাম রোকন, আ’লীগের বেলগাছির আমিরুল ইসলাম মন্টু বিজয়ী হয়েছেন। 
 
নড়াইল : জেলা সদর উপজেলার আউড়িয়ায় আ’লীগের পলাশ মোল্লা, হবখালী রিয়াজুল ইসলাম চঞ্চল, চণ্ডীবরপুরে হাফিজুর রহমান ভূঁইয়া, মাইজপাড়ায় জিল্লুর রহমান, তুলারামপুরে বুলবুল আহমেদ,  শাহাবাদে দেলোয়ার হোসেন পান্না, (আ’লীগের বিদ্রোহী), মুলীয়ায় রবীন্দ্রনাথ অধিকারী বিজয়ী হয়েছেন।
 
সিলেট বিভাগ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে আ’লীগের আহরাব চৌধুরী শাহজাহান, ভূকশিমাইলে বিএনপির আজিজুর রহমান মনির, ব্রা‏ন বাজারে আ’লীগের মমদুদ হোসেন, জয়চণ্ডীতে স্বতন্ত্র কমর উদ্দীন আহমদ কমরু, কাদিরপুরে বিএনপির হাবিবুর রহমান সালাম, কুলাউড়া সদর বিএনপি মামুনুর রশিদ, রাউৎগাঁওয়ে স্বতন্ত্র আবদুল জলিল জামাল।
 
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাটে আ’লীগের মঞ্জুর ইলাহী, চারিকাটায় স্বতন্ত্র নার্গিস আক্তার বুবলি, দরবস্তে বিএনপির বাহারুল আলম বাহার, ফতেপুরে বিএনপির আবদুর রশিদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম আ’লীগের জ্যামস লিও ফার্গুসন নানকাকানাইঘাট সদরে বিএনপির মামুনুর রশিদ।
 
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের গৌরারংয়ে বিএনপির ফুলমিয়া, কাঠাইরে জমিয়তে উলামায়ে ইসলামের মো. শামসুল ইসলাম, লক্ষ্মণশ্রীতে বিএনপির আবদুল ওয়াদুদ, রংগাচরে বিএনপির আবদুল হাই, সুরমায় আ’লীগের আবদুল ছাত্তার ডিলার, জাহাঙ্গীরনগরে আ’লীগের মোর্শেদ আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে আ’লীগের মাসুদ মিয়া, শিমুলবাকে আ’লীগের মিজানুর রহমান জিতু, পশ্চিম বীরগাঁওয়ে স্বতন্ত্র শফিকুল ইসলাম, পশ্চিমপাগলায় স্বতন্ত্র মো. নুরুল হক, দরগাপাশায় আ’লীগের মনির উদ্দিন, পাথারিয়ায় বিএনপির আমিনুল ইসলাম, পহৃর্ব বীরগাঁওয়ে স্বতন্ত্র নূর আলম, পহৃর্ব পাগলায় স্বতন্ত্র আক্তার হোসেন, সুনামগঞ্জ সদরের কুরবাননগরে স্বতন্ত্র আবদুল বরকত।
 
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচংয়ে (উ. প.) বিএনপির ওয়ারিশ উদ্দিন খান, বানিয়াচংয়ে (দ. পূ.) আ’লীগের আরফান উদ্দিন, পৈলারকান্দিতে আ’লীগের ফজলুর রহমান, বানিয়াচংয়ে (উ.পূ.) বিএনপির গিয়াস উদ্দিন।
 
রাজশাহী বিভাগ
জয়পুরহাট : পাঁচবিবি উপজেলার আওলাইতে বিএনপির আবদুর রাজ্জাক মণ্ডল, আটাপুরে স্বতন্ত্র শামসুল আরেফিন চৌধুরী, আয়মারসুলপুরে আ’লীগের জাহিদুল আলম বেনু, বাগজানাতে বিএনপির নাজমুল হক, বালীঘাটাতে আ’লীগের নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ধরঞ্জিতে আ’লীগের গোলাম মোস্তফা, কুমুমবাতে স্বতন্ত্র মোক্তার হোসেন ও মোহাম্মদপুরে আ’লীগের হবিবর রহমান।
 
বগুড়া : সারিয়াকান্দি উপজেলার কাজলায় আ’লীগের রাশেদ মোশাররফ।
 
নাটোর : সদর উপজেলার বড়হরিশপুরে আ’লীগের ওসমান গনি, ছাতনীতে আ’লীগের তোফাজ্জেল হোসেন, দিঘাপাতিয়ায় আ’লীগের ওমর শরীফ চৌহান, হালসায় আ’লীগের জহুরুল ইসলাম, কাফুরিয়ায় আ’লীগের ইলিয়িাস আলী, লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় আ’লীগের বাতেন ভূঁইয়া এবং তেবাড়িয়ায় আ’লীগের ওমর ফারুক।
 
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলার বেলকুচিতে আ’লীগের সোলায়মান হোসেন, দৌলতপুরে আ’লীগের আশিকুর রহমান বিশ্বাস লাজুক, চৌহালীর সৌদিয়া চাঁদপুরে স্বতন্ত্র রাশেদুল ইসলাম সিরাজ।
 
রংপুর বিভাগ
রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার লতিবপুরে আওয়ামী লীগের ইদ্রিস আলী মণ্ডল, পায়রাবন্দে আওয়ামী লীগের ফয়জার রহমান খান।
 
নীলফামারী : জেলার সদর উপজেলার চড়াইখোলায় স্বতন্ত্র মানিক বসু মিয়া, কচুকাটায় স্বতন্ত্র আবদুর রউফ, রামনগরে আ’লীগের মিজানুর রহমান, সংগলশীতে আ’লীগের মোস্তাফিজুর রহমান ফিজার, সোনারায়ে স্বতন্ত্র মোস্তফা কামাল, ডিমলা উপজেলার পশ্চিমছাতনাইতে স্বতন্ত্র আবদুল লতিফ খান, বালাপাড়ায় আ’লীগের জহুরুল ইসলাম, ডিমলা সদর ইউনিয়নে আ’লীগের আবুল কাশেম, ঝুনাগাছচাপানীতে জাতীয় পার্টির একরামুল হক চৌধুরী, খালিশাচাপানীতে আ’লীগের আতাউর রহমান, নাউতারায় আ’লীগের সাইফুল ইসলাম, পহৃর্ব ছাতনাইতে স্বতন্ত্র আবদুল লতিফ।
 
লালমনিরহাট : জেলার কালীগঞ্জ উপজেলার ভোটামারীতে আ’লীগের আহাদুল হোসেন চৌধুরী, চলবলায় আ’লীগের মিজানুর রহমান মিজু, দলগ্রামে আ’লীগের খন্দকার মো. শফিকুল ইসলাম, গোড়লে আ’লীগের মাহামুদুল ইসলাম, কাকিনায় আ’লীগের শহিদুল হক শহিদ, তুষভাণ্ডারে আ’লীগের নহৃর ইসলাম, চন্দ্রপুরে বিএনপির জাহাঙ্গীর আলম, মদাতীতে আ’লীগের বিদ্রোহী আব্দুল কাদের।
 
বিবার্তা/এম হায়দার
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com