বিপিএলের আইকন ক্যাটাগরি থেকে বাদ নাসির

বিপিএলের আইকন ক্যাটাগরি থেকে বাদ নাসির
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৩:০৫
বিপিএলের আইকন ক্যাটাগরি থেকে বাদ নাসির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের সাত আইকন খেলোয়াড়ের তালিকা ঠিক করেছে বিসিবি। এবারের আসরে আইকন তালিকায় যুক্ত হয়েছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। এছাড়া এই তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন।
 
আইকন সাত খেলোয়াড় হলো- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।  
 
আসরে খেলোয়াড় নির্বাচন করা জন্য প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। এর আগে বিপিএল কর্তৃপক্ষ চলতি আসরের জন্য এবারের বিপিএলে ‘আইকন’ না রাখার চিন্তাভাবনা হয়েছিল প্রথমে। তবে ২২ সেপ্টেম্বরের টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর আইকনদের প্লেয়ারস ড্রাফটে তোলা হবে না। পছন্দমতো দল বেছে নেয়ার সুযোগও দেয়া হয়েছে তাদের। 
 
এবারে আইকন খেলোয়াড়ের মধ্যে সাকিব আল হাসান সবচেয়ে ‘দামি’ (৫৫ লাখ টাকা)। এর পরেই যথাক্রমে আছেন তামিম ইকবাল (৫০ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ) ও গত আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (৫০ লাখ)। আর সাব্বির রহমান ও সৌম্য সরকার (যাদের মূল্যমান ৪০ লাখ করে)।
 
বিপিএলের এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। আঠারো লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। 
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com