বাংলাদেশের আজ সিরিজ জয়ের মিশন

বাংলাদেশের আজ সিরিজ জয়ের মিশন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৮:২৬:০১
বাংলাদেশের আজ সিরিজ জয়ের মিশন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে নিজেদের প্রস্তুতি পরখ করতেই আফগানিস্তানকে আনা হয়েছে। কিন্তু আফগানরা এসেই চমকে দিল বাংলাদেশ দলকে। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করলেও আফগানরা প্রথম ওয়ানডে ম্যাচে এতটা প্রতিরোধ গড়ে তুলবে সেটা অনুমেয় ছিল না। 
 
তবে প্রথম ধাক্কাটা উৎরে গেছে টাইগাররা। এবার লক্ষ্য ভিন্ন। আজ সিরিজই নিশ্চিত করতে চায় টাইগাররা। আজকের ম্যাচটা জিততে পারলে একাধিক অর্জন হবে টাইগারদের। আর তাহলো নিজেদের শততম জয়টি তুলে নেয়ার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে আফগানদের বিপক্ষে সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। 
 
এরই মধ্যে ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৩১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৯৯টি। আজ শততম জয়টি তুলে নিয়ে সিরিজও নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি (জিটিভি) ও  বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
 
১৯৮৬ সালের ৩১ মার্চ প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ৭ উইকেটে হার দিয়ে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে অনেক দিন। শিশু থেকে কৈশোর পেরিয়ে এখন যৌবনে বাংলাদেশের ক্রিকেট। আর সে যৌবনে এসে নিজেদের শততম জয়টা তুলে নিতে চায় টাইগাররা।
 
ইতিমধ্যে ৩১৩টি ওয়ানডেতে অংশ নেয়া হয়ে গেছে বাংলাদেশের। এর মধ্যে ৯৯টি ম্যাচে জয়ের আনন্দ করেছে টাইগাররা। ম্যাচ হেরেছে ২১০টি। কোন ম্যাচ টাই না হলেও পরিত্যক্ত হয়েছে ৪টি ওয়ানডে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয়ের পর আজ স্বরূপে ফিরতে চায় টাইগাররা। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ম্যাচ এবং সিরিজ দুটোই জয়ের লক্ষ্য বাংলাদেশের।
 
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ভাল করতে পারেনি সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমানরা। আজ তাদের ফিরতে হবে নিজের দায়িত্বে। দলের অধিনায়ক সেটাই চান। অপরদিকে কথা হয়েছে প্রথম ম্যাচের ফিল্ডিং নিয়েও। সেখান থেকেও বেরিয়ে আসতে চায় টাইগাররা। 
 
বলহাতে নিজেদের দায়িত্বটা বেশ ভালই পালন করেছেন বোলাররা। আজও তাদের উপর প্রত্যাশার চাপটা একটু বেশিই থাকবে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা তাসকিন বল করেছেন অসাধারণ। সে সাথে সাকিবের ঘূর্ণিতো ছিলই।
 
আজ অন্যদের কাছ থেকেও আরো একটি সেরা পারফরম্যান্স আশা করছেন অধিনায়ক মাশরাফি। কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে না পারাটা হবে হতাশার। সে হতাশায় পড়তে চায় না বাংলাদেশ। তাই জয়ের বিকল্প কিছুই ভাবছে না স্বাগতিকরা।
 
বিবার্তা/জিয়া
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com