এই ঘটনাটি অনেকেরই জানা। প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনা। বলকান আগ্রাসন সম্পর্কে কমবেশি সবাই জানে। যদিও নাকি এসব যুদ্ধ ছোট পরিসরের হয়েছিল। বলকান ছিল বুলগেরিয়া, সার্বিয়া ও গ্রিসের মধ্যকার একটি ঐতিহাসিক অঞ্চল। ঐতিহাসিক বলকান ছিল উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশ। ১৯১৩ সালে মূলত দ্বিতীয় বলকান যুদ্ধ হয় বুলগেরিয়া ও সার্বিয়ার মধ্যে। এটি বুলগেরিয়া, সার্বিয়া ও গ্রিসের মধ্যে এই সংঘর্ষ ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু যুদ্ধ হয় দুই দেশের মধ্যে। যুদ্ধের স্থায়িত্বকাল হয় মাত্র ৩২ দিন। কিন্তু এই যুদ্ধটি ছিল বলকান অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ। এর আগে প্রথম বলকান যুদ্ধে বুলগেরিয়া জয়ী হলেও দ্বিতীয়বার পারেনি। দ্বিতীয় বলকান যুদ্ধে সার্বিয়া তার ক্ষমতা দেখিয়ে দেয়। তখন সার্বিয়াকে সমর্থন দেয় গ্রিস। সার্বিয়া গ্রিসের সমর্থনে বলকানের অধিকাংশ অঞ্চল দখল করে নেয়।