সাধারণত শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেননা, একটি অঙ্গ আর একটি অঙ্গের সাথে নানাভাবে সংযুক্ত। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি জানেন?
আপনি চোখ ছাড়া বাঁচতে পারবেন, হাত ছাড়াও পারবেন। কানে না শুনে বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু বেঁচে থাকা যায় না এমন নয়। তবে শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যা মানুষের জীবনে অপরিহার্য।
উত্তর হিসেবে এবার হয়তো ভাবছেন মস্তিষ্কের কথা। কিন্তু গোটা শরীরের নিয়ন্ত্রণতো মস্তিষ্কের মুঠোয়, তা তো অপরিহার্য হবেই। তবে হৃৎপিণ্ড কি দোষ করল? হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেলে তো জীবনটাই থেমে যায়।
শারীরবৃত্তীয় পথে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সারা জীবন ঘুরে মরবেন অথচ উত্তর পাবেন না। তাই আসুন, একটু অন্য পথে ভাবা যাক। মানুষ তো আর শুধুই একটি ‘প্রাণী’ নয়! যেখানে সে অন্য প্রাণীদের থেকে আলাদা হয়ে যায়, সেখানেই লুকিয়ে রয়েছে উত্তর।
আচ্ছা, খুব কষ্ট পেলে, প্রচণ্ড আঘাত পেলে কী করেন আপনি? কারো বুকে মুখ গুঁজে মন উজাড় করে কাঁদতে ইচ্ছে করে না কি? বাবা-মা হোক, বন্ধু হোক বা জীবনসঙ্গিনী, বেঁচে থাকার জন্য তেমন একটা আশ্রয় দরকার হয়।
বুকে মাথা রেখে কাঁদার মতো যাঁদের জীবনে তেমন কেউ নেই, তাদের বেঁচে থাকাটা কতটা কষ্টকর তা শুধুমাত্র তাঁরাই জানেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি।
বিবার্তা/জাকিয়া/যুথি