লেটার মার্কস ৮০ কেন!

লেটার মার্কস ৮০ কেন!
প্রকাশ : ১৪ মার্চ ২০১৬, ২২:২৮:৩৯
লেটার মার্কস ৮০ কেন!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ইংরেজিতে লেটার মার্কস পাওয়া শক্ত। কিন্তু তার থেকেও শক্ত প্রশ্ন ৮০ নম্বর পেলেই সেটাকে কেন লেটার মার্কস বলা হবে? জেনে নিন ইংরেজির এমনই ১০ টা মজার শব্দ।
 
১। ৮০ নম্বর কে letter marks বলা হ্য় অক্ষরের অবস্হানগত সংখ্যার যোগফলের কারণে। বুঝে নিন— (L=12, E=5, T=20, T=20, E=5, R=18) সুতরাং, ১২+৫+২০+২০+৫+১৮=৮০।
 
২।ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
 
৩। “a quick brown fox jumps over the lazy dog”বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। তাই তো এই সেন্টেন্স দিয়েই টাইপ করা শেখানো হয়।
 
৪। সবচেয়ে ছোট ইংরেজি বাক্য—“I am”।
 
৫। ‘Education’ ও ‘Favourite’— এই দুটো শব্দের বৈশিষ্ট্য হল, এতে সবক’টি vowel রয়েছে।
 
৬। ‘Abstemious’ ও ‘Facetious’ শব্দ দু’টিতেও সব vowel রয়েছে। আরও মজার ব্যাপার হল শব্দের vowel-গুলো আবার ক্রমানুসারে( a-e-i-o-u) রয়েছে।
 
৭। ইংরেজি Q দিয়ে গঠিত সব শব্দেই Q-এর পরে u আছে।
 
৮। Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel পর পর রয়েছে।
 
৯। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ— Uncopyrightable।
 
১০। Cry, try— এমন অনেক vowel-হীন শব্দ থাকলেও rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নেই।
 
বিবার্তা/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com