রং না দিলে কোকাকোলা হতো সবুজ

রং না দিলে কোকাকোলা হতো সবুজ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৯:৫৫
রং না দিলে কোকাকোলা হতো সবুজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
পৃথিবীতে নানা অদ্ভুত ও মজাদার জিনিস রয়েছে। যেমন বাড়তি রং না মেশালে কোকাকোলার রং হতো সবুজ। এ জাতীয় ৫০টি তথ্য বিবার্তা পাঠকদের জন্য।
 
১. একজন মানুষ সারাজীবনে গড়ে ৫০ লাখ বার শ্বাস নেয়।
 
২. যে মাস রবিবার দিয়ে শুরু হয় তাতে শুক্রবার হয় ১৩ তারিখে।
 
৩. জন্মের সময়ে মানব শিশুর ৩০০ টি হাড় থাকে যা বড় হলে ২০৬ টি হাড়ে পরিণত হয়।
 
৪. একটি কাঠপেন্সিল দিয়ে ৩৫ মাইল লম্বা একটি লাইন বা প্রায় ৫০,০০০ ইংরেজি শব্দ লেখা যায়।
 
৫. মানব শরীরের এক চতুর্থাংশ হাড় পায়ে অবস্থিত।
 
৬. গড়পড়তা একজন মানুষ সারাজীবন ট্রাফিক সিগনালে বাতি লাল থেকে সবুজ হওয়ার জন্য গড়ে ২ সপ্তাহ অপেক্ষা করে (বাংলাদেশে সময়টা বেশি হতে পারে)।
 
৭. সেলেরি (এক প্রকার শব্জি) খেলে যা ক্যালরি, খাওয়ার জন্য তার থেকে বেশি ক্যালরি খরচ করতে হয়। তাই ডায়েটিং এর জন্য এটি একটি আদর্শ খাদ্য।
 
৮. ২০৮০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে ১৫ বিলিয়ন (১৫০০ কোটি)।
 
৯. এখন পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ডকৃত তুষারকণার আকার ১৫ ইঞ্চি চওড়া এবং ৮ ইঞ্চি পুরু।
 
১০. একটি বুলহুইপের (ষাঁড় বা ঘোড়া বশ করার চাবুক) অগ্রভাগ এতো দ্রুত আন্দোলিত হয় বা নড়ে যে এটা থেকে ছোটখাটো সনিক বুম (বাতাসের থেকে বেশি বেগে গেলে যে শব্দ হয়) এর মত আওয়াজ বের হয়।
 
১১. কোন আদিবাসী রেড ইন্ডিয়ানের বাচ্চার জন্ম হবার পর তাঁবু থেকে বের হয়ে প্রথম যে জিনিসটি বাচ্চার বাবার চোখে পড়তো বাচ্চার নাম সেটার নামেই করা হতো —তাই ‘খোঁড়া হাঁস’ কিংবা ‘ঘুমন্ত ষাঁড়’ এর মতো নাম ছিলো অতি স্বাভাবিক।
 
১২. আফ্রিকার মাতামি আদিবাসীরা ফুটবল খেলতে ভালবাসে, পার্থক্য একটাই— ওদের ফুটবল খেলা হয় মানুষের মাথার খুলি দিয়ে!
 
১৩. খাবার রং ব্যবহার না করলে কোকাকোলার রং হতো সবুজ।
 
১৪. সপ্তদশ শতাব্দীতে তুর্কির সুলতান তার হারেমের সকল দাসীকে ডুবিয়ে মেরে নতুন দাসী দ্বারা প্রতিস্থাপনের নির্দেশ দেন।
 
১৫. শবদাহ করার কফিনের হাতল সাধারাণত প্লাস্টিকের তৈরি হয়।
 
১৬. মানব উরুর হাড় কংক্রিট এর থেকেও শক্ত।
 
১৭. তেলাপোকার মাথা কেটে গেলেও কয়েক সপ্তাহ বাঁচতে পারে।
 
১৮. চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব— বিশ্বাস হচ্ছে না? চেষ্টা করেই দেখুন না!
 
১৯. নেব্রাস্কার চার্চে ঢেঁকুর বা হাঁচি দেয়া আইনত নিষিদ্ধ।
 
২০. ১৩৮৬ সালে ফ্রান্সে একটি শূকরকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হয় একটি শিশুকে হত্যা করার জন্য।
 
২১. পৃথিবী হলো একমাত্র গ্রহ যা কোন গ্রীক দেব দেবীর নামে নামকরণ করা হয়নি।
 
২২. পৃথিবীর সবচেয়ে পুরনো চুইংগাম ৯০০০ বছর আগের।
রং না দিলে কোকাকোলা হতো সবুজ
২৩. রেশমপোকা মাত্র ৫৬ দিনে নিজ ওজনের ৮৬,০০০ গুণ খাদ্য গ্রহণ করে।
 
২৪. ইহজাগতিক দুনিয়ার অবসাদ চাপ ক্লেদ যদি না থাকতো তবে একজন সাধারণ মানুষ দৈনিক ১০ ঘণ্টা ঘুমাতো।
 
২৫. এক পাউন্ড মধু আহরণের জন্য একটি মৌমাছিকে প্রায় ২ মিলিয়ন (২০ লাখ) ফুল থেকে মধু সংগ্রহ করতে হয়।
 
২৬. পাঁচশ বাদুড়ের একটি কলোনি (দল) এক ঘণ্টায় প্রায় ২.৫ লাখ কীটপতঙ্গ সাবাড় করে।
 
২৭. পৃথিবীর প্রতি ৫ জনের মধ্যে ১ জন মানুষ মনে করেন ভিনগ্রহের জীব মানুষের ছদ্মবেশে আমদের মাঝেই মিলেমিশে আছে।
 
২৮. ব্লাডহাউন্ড হলো পৃথিবীর একমাত্র পশু যার সাক্ষ্য আদালাতে আমলে নেয়া হয়।
 
২৯. জেমস ফিক্স, যিনি আমেরিকাতে জগিং জনপ্রিয় করে তোলেন, হার্ট অ্যাটাকে মারা যান জগিং করার সময়।
 
৩০. একজন আমেরিকান সারাজীবন গড়পড়তা ১.৫ বছর টেলিভিশনে বিজ্ঞাপন দেখে কাটান। কি ভাবছেন?
 
৩১. জন্মনিয়ন্ত্রণের জন্য প্রাচীন গ্রীকরা এক বিচিত্র পদ্ধতি (ব্যর্থ ও অসফল পদ্ধতি) অবলম্বন করতো। এই পদ্ধতিতে স্ত্রীকে দম আটকে রেখে পেট ও উরুর মাংসপেশী শক্ত করে হাঁচি দিতে হতো!
 
৩২. প্রাকৃতিকভাবে কোন নীল রঙের খাদ্য সৃষ্টি হয় না, এমনকি ব্লুবেরি এর রংও বেগুনি বর্ণের।
 
৩৩. হাতি হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যেটা লাফাতে পারে না।
 
৩৪. আঙ্গুলের ছাপের মতো প্রত্যেক মানুষের জিহবার ছাপও ভিন্ন।
 
৩৫. একটি মুরগির সবচেয়ে বেশীক্ষণ ওড়ার রেকর্ড হলো ১৩ সেকেন্ড।
 
৩৬. ১১১,১১১,১১১ x ১১১,১১১,১১১ = ১২৩,৪৫৬,৭৮৯,৮৭৬,৫৪৩,২১
 
৩৭. পৃথিবীর ১১% মানুষ বামহাতি।
 
৩৮. ১ সেকেন্ডের ১০০ ভাগের ১ ভাগকে ১ ‘জিফি’ বলা হয়।
 
৩৯। রাইট ব্রাদার প্রথম তাঁদের প্রথম সফল বিমান চালনায়ে যতটুকু পথ পরিভ্রমণ করেন, একটি আধুনিক বোয়িং প্লেনের দুই ডানার মধ্যে বিস্তার তার থেকে বেশি।
 
৪০. হাঁসের ডাকের কোন প্রতিধনি হয় না এবং কেন হয় না তার কারণ আজ পর্যন্ত জানা যায়নি।
 
৪১. যে কোন কাগজের টুকরাকেই ৭ বারের বেশি ভাঁজ করা যায় না।
 
৪২. অধিকাংশ লিপস্টিকে মাছের আঁশ ব্যবহার করা হয়।
 
৪৩. দম্পতিদের মধ্যে ৭০ শতাংশ পুরুষ ও ৬০ শতাংশ মহিলা নিজ স্বামী বা স্ত্রী এর সাথে প্রতারণা করেন।
 
৪৪. সকল মেরু ভল্লুক শীতনিদ্রা যায় না কেবল গর্ভবতী স্ত্রী ভল্লুকই শীতনিদ্রা যায়।
 
৪৫. বার্থডে কেকের পরিবর্তে রাশিয়াতে অনেক বাচ্চাকে বার্থডে পাই উপহার দেয়া হয়।
 
৪৬.  চীনে ইংরেজি বলতে পারে এমন মানুষের সংখ্যা আমেরিকার থেকে বেশি।
 
৪৭. জাপানে প্রায় ২০০ আগ্নেয়গিরি আছে এবং তা দুনিয়ার মোট আগ্নেয়গিরির ১০ শতাংশ।
 
৪৮. ইমু পাখি পিছনের দিকে হাঁটতে পারে না।
 
৪৯. শুক্র একমাত্র গ্রহ যেটা ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়।
 
৫০. আপনি জানেন কি আপনি যেই দিনে জন্মেছেন সেই একই দিনে পৃথিবীতে কমপক্ষে আরও ৯ মিলিয়ন (৯০ লাখ) মানুষের জন্মদিন?
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com