‘৪২০’ গালি হলো যেভাবে

‘৪২০’ গালি হলো যেভাবে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪১:২৮
‘৪২০’ গালি হলো যেভাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
৪২০ অর্থাৎ ফোর টুয়েন্টি সর্বত্রই গালি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কেউ একটু ফটকামি করলে অথবা ফাঁকিবাজি করলে অনেকেই ক্ষেপে গিয়ে বলে থাকেন ‘ফোর টোয়েন্টি’ অথবা ‘চারশো বিশ’।
 
তা এই ৪২০ শব্দটি কিভাবে গালিতে রূপান্তির হল, জানেন কি? কখনও ভেবে দেখেছেন ৪২০ গালি হওয়ার উৎস কি? 
 
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের দণ্ডবিধির ৪২০ ধারায় কী বলা রয়েছে জানেন? প্রতারণা বা অসততার অভিযোগ আনা হয় এই দণ্ডবিধির ৪২০ ধারায়। অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা অথবা/এবং সাত বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
 
অর্থাৎ, রেগেমেগে কাউকে ‘ফোর টোয়েন্টি’ বলে গাল পাড়ার আগে এবার থেকে দু’বার ভাবুন। আপনি আপনার দেশের দণ্ডবিধির একটি অতি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে টানাটানি করছেন। এবং তার থেকেও বড় কথা, ‘তুই একটা ফোর টোয়েন্টি’-গোত্রের বাক্যের হয়তো কোনও অর্থই হয় না।
 
তারপরও প্রতারণা, বাটপা‌রি, ঠকবা‌জি, জা‌লিয়া‌তি এ ধর‌নের অপকর্মগু‌লি বাংলাদেশ পেনাল‌কো‌ডের ৪২০ধারায় আদাল‌তে বিচার করা হয়। তাই সমা‌জে এই ধর‌নের ব্য‌ক্তি‌দের ৪২০ বি‌শেষণে অভিহিত করা হয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com