চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন

চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৭:৩০
চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মানবদেহ নিয়ে আমাদের জল্পনাকল্পনার শেষ নেই। যুগ যুগ ধরেই মানবদেহের প্রতিটি অঙ্গ নিয়ে গবেষণা হয়ে আসছে। আর প্রতিদিনি গবেষণা থেকে বের হয়ে আসছে বিভিন্ন ধরনের অবাক করে দেয়ার মত তথ্য। চলুন আজ তাহলে জেনে নিই আমাদের দেহ সম্পর্কে এমন কিছু তথ্য যা আমাদের কাছে হয়তো অজানা। 
● আমাদের দেহের রক্তে ঠিক সেই পরিমাণে লবণ আছে যতটুকু লবণ একটি সমুদ্রে আছে।
 
● প্রতিদিন আমাদের হৃদপিণ্ড ১০০ বার আমাদের দেহে রক্ত প্রবাহিত করে।
 
● আমাদের চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন।
 
● আমাদের চোখের ওপর ভ্রুতে ৫০০ টি লোম আছে।
 
● আমাদের দেহে প্রায় ১০০ বিলিয়নের বেশি নার্ভ সেল রয়েছে।
 
● আমরা কখনই চোখ খুলে হাঁচি দিতে পারি না।
 
● একটি শক্ত পাথর থেকে আমাদের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
 
● আমাদের মুখে যেকোন খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
 
● প্রতিটি মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।
 
● বাচ্চারা বসন্তকালে খুব দ্রুত বড় হয়।
 
● আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাকের বৃদ্ধি পাওয়া কখনই থেমে থাকে না।
 
● আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬টি হাড় থাকে।
 
● আমাদের মাথার খুলি ২৬ ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
 
● আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে।
 
● আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্টবিটও থেমে যায়।
 
● জিভ আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি।
 
● একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
 
● আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
 
● প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
 
● আমরা যখন হাঁচি দেই তখন যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল বেগে আমাদের নাক থেকে বের হয়।
 
● আমাদের দেহের সবচেয়ে বড় হাড় হল পাঁজর, যার ওপর নির্ভর করে আমরা বসে আছি।
 
●  আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
 
● রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com