পুরস্কৃত হলো দেশসেরা ৯৩ বিজ্ঞাপনী ক্যাম্পেইন

পুরস্কৃত হলো দেশসেরা ৯৩ বিজ্ঞাপনী ক্যাম্পেইন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৯:৪৭
পুরস্কৃত হলো দেশসেরা ৯৩ বিজ্ঞাপনী ক্যাম্পেইন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দেশের ব্যবসা ও বিপণন ক্ষেত্রে ক্রিয়েটিভ কমিউনিকেনে উৎকর্ষ সাধনের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে প্রচারিত ৯৩ টি বিজ্ঞাপণী ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়েছে কমওয়ার্ডের ষষ্ঠ আসরে। শনিবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্যাটাগরিতে বিজয়ী বিজ্ঞাপণগুলোকে গ্রান্ড প্রী, গোল্ড, এবং সিলভার, এই তিন শ্রেণীতে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত কমওয়ার্ড দেশের বিজ্ঞাপণ শিল্পের বৃহত্তম সম্মাননা যা ২০০৯ সাল থেকে দেয়া হচ্ছে।
 
এ নবছর কমওয়ার্ডের জন্য ৪১টি বিজ্ঞাপণী সংস্থা, প্রোডাকশন হাউস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ বিভাগ থেকে মোট ৪৬৭ টি মনোনয়োন জমা পড়ে। শীর্ষস্থানীয় বিজ্ঞাপণী সংস্থা এর প্রধানগন এবং বিজ্ঞাপণ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৩টি ভিন্ন জুরি প্যানেল চুড়ান্ত বিজয়ী বিজ্ঞাপনগুলো নির্বাচিত করেন।
 
এ বছর সুপ্রতিষ্ঠিত ও নামিদামি সংস্থাগুলোর পাশাপাশি নতুন এবং তুলনামূলকভাবে ছোট অনেক বিজ্ঞাপনী সংস্থা তাদের অসাধারণ সৃজনশীল বিজ্ঞাপনের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার লাভ করে। 
 
এবার ‘প্রথম আলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫’ এবং ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ শীর্ষক দুটি বিজ্ঞাপন সর্বোচ্চ তিনটি করে পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ বিজ্ঞাপন ক্যাম্পেইনটি ‘বেস্ট ইউজ অব কন্টেন্ট’ এবং ‘ভিডিও ফর ওয়েব’ ক্যাটাগরি গুলোয় দুটি গ্রান্ড প্রি পুরস্কার লাভ করেছে। এছাড়া ‘ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরি তে ‘জিপি প্রথম বিজয়োল্লাস’ গ্রান্ড প্রি পুরস্কার পেয়েছে। এ বিজ্ঞাপনটির চিত্র ধারণ, তৈরি এবং বাস্তবায়নের দায়িত্বে ছিলো ‘গ্রে এডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড’ । 
 
পুরস্কার অনুষ্ঠানের পুর্বে একই স্থানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ষষ্ঠ কমিউনিকেশন সামিট, যা দেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন শিল্পের বিভিন্ন বিষয় আলোচোনার একটি গুরূত্বপূর্ণ  প্লাটফর্ম হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। এবারের সামিটে ৫ জন স্বনামধন্য বক্তা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারা হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্রান্ড স্ট্রাটিজি এন্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রেসিডেন্ট কৌশিক রায়; ইউনিলিভারের এশিয়া, মধ্যপ্রাচ্য ও তুরস্কের হোমকেয়ার রিজিওনাল ইন্টিগ্রেটেড ব্রান্ড কমিউনিকেশন্স অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের সাবেক পরিচালক ভারত আভালানি; গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিক এর চেয়ারম্যান এবং সিইও নির্ভিক সিং; বিজনেস ক্রিয়েটিভিটি, ইনোভেশন, চেঞ্জ ও গ্লোবাল বিজনেস প্রভৃতি বিষয়ের লেখক ও বক্তা ফ্রেডরিক হেরেন; এবং গুগলের বাংলাদেশ ও শ্রীলংকার প্রধান ফজল আশফাক।
 
বক্তাদের মধ্যে উপরে উল্লেখিত ক্রমানুযায়ী প্রথম ৪ জন সশরীরে সামিটে উপস্থিত থেকে তাদের বক্তব্য পেশ করেন এবং ফজল আশফাক একটি লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমের তার বক্তব্য দেন। সৃজনশীলতাকে উৎসাহিত করার প্রত্যয়ে উপস্থিত বক্তাদেরকে স্বনামধ্যন্য চিত্রশিল্পী প্রিমা নাজিয়া আন্দালিব এর কিছু চিত্রকর্ম উপহার হিসেবে প্রদান করা হয়। 
 
দিনব্যাপী এ আয়োজনে কানস শোকেসিং এবং প্যানেল আলোচনাও করা হয়। প্যানেল আলোচনায় অংশ নেন বিটপি এডভার্টাইজিং লিমিটেডের সিওও মিঠুন রায়, আইটিসি এর হেড অব মিডিয়া জয়কিশিন তিকাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি এডভাইজর অনির চৌধুরী, এডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী এবং সামিটের বক্তা ভারত আভালানী।
 
কানস লায়ন্সের সহযোগিতায় আয়োজিত এবারের কমওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং ব্যবসায় প্রতিষ্ঠানের প্রায় ৫০০ অতিথি অংশ নেন।  এ উদ্যোগের সহযোগিতায় ছিল ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার। এ আয়োজনে সহায়তা প্রদানে আরও কয়েকটি সংস্থা শরিক হয়েছে। এর মধ্যে ইভেন্ট পার্টনার হয়েছে লা মেরিডিয়েন ঢাকা, রোয়ারিং লায়ন্স হয়েছে স্ট্রাটিজিক এলায়েন্স, এবং মার্কেটারস সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) হয়েছে নলেজ পার্টনার। এছাড়া টিভি পার্টনার হয়েছে গাজী টিভি, আইটি পার্টনার হয়েছে আমরা, জনসংযোগ পার্টনার হয়েছে মাস্টহেড পিআর, সোশাল মিডিয়া পার্টনার হয়েছে ওয়েবেবল এবং ভিজুয়াল পার্টনার হয়েছে আতশ।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com