আস্থায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে

আস্থায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৩:৫৪
আস্থায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
দেশের পুঁজিবাজারের প্রতি আস্থা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণ। আগস্ট মাস শেষে ডিএসইতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বাজার বিশেষজ্ঞরা বলছেন, দেশের পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিদেশি বিনিয়োগকারীরাও বাজারে আসছেন। এতে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। 
 
ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীরা মোট পাঁচ হাজার ৬৫৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন করেছে। এ সময় সিকিউরিটিস বা শেয়ার কিনেছে তিন হাজার ৫১ কোটি ১৬ লাখ টাকা। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছে দুই হাজার ৬০৫ কোটি ৪৬ লাখ টাকা। 
আস্থায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে
অর্থাৎ আট মাসে পুঁজিবাজারে নীট বিদেশি বিনিয়োগ ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময় শেয়ার বিক্রির তুলনায় কেনার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়েছে। অবশ্য বাজারে বিদেশি বিনিয়োগ বাড়লেও স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে হচ্ছে না।
 
অর্থবছরে (২০১৫-১৬) ডিএসইতে মোট বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয় আট হাজার ৮৩ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৫৯৮ টাকার শেয়ার। এর আগের অর্থবছরে (২০১৪-১৫) লেনদেন হয়েছিল ছয় হাজার ৯৯১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯২৫ টাকার শেয়ার। 
 
গত ২০১৩-১৪ অর্থবছরে ছিল দুই হাজার ৪৯৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিনিয়োগ কমেছে এক হাজার ১৯৩ হাজার ৮৩ লাখ ৮৭ হাজার ৪৫২ টাকা।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com