হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সারলেন মুসলিম তরুণরা

হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সারলেন মুসলিম তরুণরা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪:৩৫
হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সারলেন মুসলিম তরুণরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
দৃষ্টান্ত গড়লেন ভারতের থানের মুম্ব্রা এলাকার একদল মুসলিম তরুণ। ধর্ম-বর্ণের বেড়াজাল ডিঙিয়ে মানবতার জয়গান শোনালেন তারা। স্বজন-পরিজনের দেখা না পেয়ে হিন্দু ধর্মাবলম্বী ওমান কদমের (৬৫) শেষকৃত্য সম্পন্ন করেছেন ওই তরুণরা। শুধু তাই নয়, সদ্যবিধবা নারীর ভরণ-পোষণের দায়িত্বও নিয়েছেন তারা। 
 
ওমান কদম ছিলেন পেশায় নিরাপত্তা প্রহরী। গত রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার জন্য তার দুই ছেলে ও স্বজনদেরকে ডাকেন স্ত্রী ভিতভা। কিন্তু সাড়া মেলেনি।  শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। পরে কয়েকজন মুসলিম তরুণ এগিয়ে আসেন। এগিয়ে দেন সহায়তার হাত। তাদের সহায়তায় ওমান কদমকে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
পরে থানের বদলাপুর ও পাশের আরেকটি শহরে থাকা দুই সন্তানকে বাবার মৃত্যুর খবর দেয়া হয়। কিন্তু তারা রাতে আসতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। রাত গভীর হওয়ায় তার দুই সন্তান ও স্বজনরা মরদেহ পোড়ানোর ডাকে সাড়া দেয়নি। 
 
পরে প্রতিবেশি মুসলিম তরুণ খলিল পাউনে, ফাহাদ দবির, নওয়াজ দবিরসহ আরো কয়েকজনের কাছে সহায়তা চান ওমান কদমের  স্ত্রী। ওই মুসলিম তরুণদের সহায়তায় রাত ৩ টার দিকে মরদেহ পোড়ানো হয়। শুধু তাই নয়, অন্তেষ্টিক্রিয়ার পর চিকিৎসকের কাছে থেকে মৃত্যু সনদ এনে দেন এই মুসলিম তরুণরা। 
 
স্ত্রী ভিতভা বলেন, ‘আমার স্বামী কখনো কল্পনা করেননি যে, তার শেষ যাত্রার এত সম্মানের সঙ্গে হবে। তার শেষকৃত্যে অন্তত ৪০ মুসিলম তরুণ অংশ নিয়েছিল’। শেষকৃত্যে অংশ নেয়া এক মুসলিম তরুণ বলেন, ‘ছোটবেলা থেকে আমি কদম চাচাকে চিনতাম। সব সময় আমরা তাদের বাড়িতে যেতাম, চাচী অনেক সময় আমাদেরকে নাস্তা ও মিষ্টি খেতে দিতেন। ধর্ম কখনই প্রতিতবন্ধকতা তৈরি করেনি’।
 
পরদিন সকালে কদমের দুই সন্তান ও স্বজনরা বাড়িতে আসেন। কিন্তু তার আগেই মুসলিম তরুণদের সহায়তায় শেষ হয়েছে কদমের মরদেহ পোড়ানোর কাজ। 
 
বিবার্তা/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com