গুজরাট উপকূলে পাকিস্তানি নৌকাসহ আটক ৯

গুজরাট উপকূলে পাকিস্তানি নৌকাসহ আটক ৯
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৮:৫৫:৪৫
গুজরাট উপকূলে পাকিস্তানি নৌকাসহ আটক ৯
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ভারতের গুজরাটের পোরবন্দরের কাছে নয়জন আরোহীসহ পাকিস্তানি একটি নৌকা আটক করা হয়েছে। ভারতীয় জলসীমায় প্রবেশ করায় ওই নৌকাটিকে আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। 
 
রবিবার সকলে পাকিস্তানি নৌকাটিকে আটক করা হয়। গুজরাট উপকূলের কাছাকাছি সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই উপকূলক্ষী বাহিনীর জাহাজ সমুদ্র পাবককে সেখানে পাঠিয়ে নৌকাটিকে আটক করা হয়। 
 
ভারতীয় কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘সমুদ্র পাবক’ একটি পাকিস্তানি নৌকা আটক করেছে। প্রাথমিকভাবে মনে করা হচেছ নৌকাটি পাক মৎস্যজীবীদের। আটক ৯ পাকিস্তানি নাগরিক পেশায় মৎস্যজীবী। আটক নৌকা ও মৎস্যজীবীদের পোরবন্দরে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 
 
কাশ্মিরের উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকেই জোরদার করা হয়েছে পশ্চিম উপকূলের নিরাপত্তা। কারণ এই উপকূলের একাংশ থেকে নিকট দূরত্বেই পাকিস্তানের বাণিজ্যনগরী করাচি। পাশাপাশি ভারতীয় সেনার অভিযানের পর পাকিস্তানও পাল্টা বদলা নিতে পারে-এই আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com