পাক-ভারত সীমান্তে প্রচণ্ড গোলাগুলি

পাক-ভারত সীমান্তে প্রচণ্ড গোলাগুলি
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ০৯:৫৭:০৪
পাক-ভারত সীমান্তে প্রচণ্ড গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু কাশ্মীরে পাক-ভারত সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘শনিবার ভোর ৪টার দিকে জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুঁড়ে পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারত। শুরু হয় গুলির লড়াই।’

 

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের সৈন্যরা ভারতের বিনা প্ররোচনায় চালানো হামলার পাল্টা জবাব দিয়েছে। স্থানীয় সময় ভোর চারটায় তাদের মধ্যে এ গুলি বিনিময় হয়। পাকিস্তান সীমান্তের ভিম্বার সেক্টরে চার ঘণ্টা ধরে তা অব্যাহত থাকে। তবে এতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

ভারতের পক্ষে জম্মু ও কাশ্মীর রাজ্যের শীর্ষ বেসামরিক কর্মকর্তা পবন কতওয়াল বলেন, ‘আখনুর সেক্টরের সীমান্ত থেকে গুলি ও মর্টার শেল ছোড়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এটি চলে। এতে কোনো ধরনের ক্ষতি হয়নি। এক্ষেত্রে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি।’

 

গত মাসে কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালায় একদল জঙ্গি। ভারতের দাবি এ হামলার পেছনে রয়েছে পাকিস্তান। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত। এতে অনেকেই নিহত হয়। এর জবাবে বৃহস্পতিবার গভীর রাতে জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি ছোড়ে পাক সেনারা। এর আগে উরি হামলার দু’দিন পর গত ২০ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর ভারতীয় সেনা ছাউনি ও জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com