স্ত্রী-পুত্রকে কুপিয়ে আত্মঘাতি বৃদ্ধ

স্ত্রী-পুত্রকে কুপিয়ে আত্মঘাতি বৃদ্ধ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৭:১৩
স্ত্রী-পুত্রকে কুপিয়ে আত্মঘাতি বৃদ্ধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভারতের পশ্চিমবঙ্গে স্ত্রী-পুত্রকে কুপিয়ে আত্মঘাতি হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী৷ সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোদপুরের নীলগঞ্জ রোড এলাকায়৷ মৃত ব্যক্তির নাম বিপ্লব বন্দ্যোপাধ্যায় (৬০)৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী তন্দ্রা (৫৬) এবং ছেলে সুমন বন্দ্যোপাধ্যায় (৩৫)৷
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের আসল বাড়ি ছিল সোদপুরের ইন্দ্রলোকে৷ কিছুদিন আগে তা বিক্রি করে দিয়ে নীলগঞ্জের ফ্ল্যাটে এসে ওঠেন৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন৷ বাজারে বহু দেনাও হয়েছিল বলে সুইসাইড নোটে লিখেছেন তিনি৷
 
স্থানীয়রা জানিয়েছেন, গণিতে স্নাতক বিপ্লববাবুর ছেলে সুমন৷ বহুদিন ধরেই চাকরির চেষ্টা করছিলেন৷ কিন্তু, কোথাও কিছু হচ্ছিল না৷ সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে লিখিত পরীক্ষায় পাশ করেও মৌখিক পরীক্ষায় ব্যর্থ হন তিনি৷ ছেলের বেকারত্ব এবং আর্থিক অনটনের জেরে পারিবারিক অশান্তি লেগেই থাকত৷
 
এদিন সকালে বাড়ির ভেতর থেকে বাঁচানোর আর্তি শুনতে পেয়ে ছুটে যান প্রতিবেশীরা৷ কোলাপসিবল গেটের বাইরে থেকে ভিতরে সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা৷ খবর দেয়া হয় পুলিশে৷ পুলিশ এসে দরজা ভেঙে তন্দ্রাদেবী ও সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ ভিতরের আরেকটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোটও পায় পুলিশ৷ যাতে আর্থিক অনটনকেই নিজের মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়৷
 
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর বলেন, প্রাথমিক তদন্তে মানসিক অবসাদ ও দেনার কারণে বিপ্লব বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তার স্ত্রী ও ছেলে সুস্থ হলে পুরো ঘটনাটা পরিষ্কার হবে।
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com