দিল্লিতে চিকুনগুনিয়ায় আরো ৫ জনের মৃত্যু

দিল্লিতে চিকুনগুনিয়ায় আরো ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:০২:৩১
দিল্লিতে চিকুনগুনিয়ায় আরো ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
দিল্লিতে চিকুনগুনিয়া রোগে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিল্লিতে মশাবাহিত এই রোগে ১০ জনের মৃত্যু হল।
 
দিল্লিতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। এই মৌসুমেই এক হাজারেরও বেশি লোক চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই প্রবীণ। তবে মৃত্যু হয়েছে ২২ বছরের এক তরুণীরও।
 
চিকুনগুনিয়ায় এতজনের আক্রান্ত হওয়ার ঘটনায় দিল্লি সরকারের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এ ব্যাপারে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 
 
নাড্ডা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং রক্ত পরীক্ষা করার জিনিসপত্র রয়েছে। এ ধরনের অসুখ প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
 
প্রসঙ্গত, এনভিবিডিসিপি-র তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত ভারতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৫৫। সূত্র: এবিপি আনন্দ
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com