জন্মদিনে মায়ের আশীর্বাদ নিলেন মোদি

জন্মদিনে মায়ের আশীর্বাদ নিলেন মোদি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৬:৫৪
জন্মদিনে মায়ের আশীর্বাদ নিলেন মোদি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
আজ শনিবার ৬৬তম জন্মদিনে মায়ের আশীর্বাদ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতেই দিল্লি থেকে গুজরাটে পৌঁছান প্রধানমন্ত্রী। গান্ধীনগরে রাজভবনে রাত কাটিয়েই শনিবার সকালেই মায়ের কাছে যান প্রধানমন্ত্রী। 
 
সকাল ৭.১৫ মিনিটে মা হীরাবেন (৯৭)-এর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন মোদি। প্রায় আধাঘন্টা মায়ের সঙ্গে কাটান। জন্মদিনে মা’ও নিজের হাতে তৈরি বিশেষ মিষ্টি খাইয়ে দেন ছেলেকে। মায়ের বাসায় ঢোকার মুখে সেখানে উপস্থিত মানুষজনকে অভিনন্দন জানান তিনি।
 
মায়ের সঙ্গে দেখা করে ফের তিনি চলে আসেন রাজভবনে। সেখানে মুখ্যমন্ত্রী বিজয় রূপানিসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মোদি চলে যাবেন রাজ্যের উপজাতি অধ্যুষিত দাহোদ জেলায়। সেখানে একটি সেচ প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। 
 
এদিকে মোদির জন্মদিন উপলক্ষে গুজরাতে এলাহি আয়োজন করা হয়েছে। দলের পক্ষ থেকে নেতাদের ফোন করে দিনটিকে ‘সেবাদিবস’ হিসেবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে হাসপাতাল, এতিম খানার মতো জায়গায় গিয়ে সেখানকার মানুষদের উপহার দিয়ে তাদের সঙ্গে দিনটি কাটাতে।
 
বিবার্তা/ডিডি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com